Advertisement
২০ মে ২০২৪

আত্রেয়ী থেকে জল তুলতে উদ্যোগী পুরসভা

শহরের বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পে নদী থেকে জল তোলার ব্যাপারে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুরের তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভা। শহরের কংগ্রেস ঘাটে ওই প্রকল্প হবে। বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেন শীল বলেন, “১২ কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে। পাইপলাইনের মাধ্যমে আত্রেয়ী নদীর জল গিয়ে পৌঁছবে। হোসেনপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে জল শোধন করে জল সরবরাহ হবে।”

হোসেনপুরের ট্রিটপ্ল্যান্টেই হবে জল শোধনের কাজ।—নিজস্ব চিত্র।

হোসেনপুরের ট্রিটপ্ল্যান্টেই হবে জল শোধনের কাজ।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ০২:১০
Share: Save:

শহরের বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পে নদী থেকে জল তোলার ব্যাপারে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুরের তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভা। শহরের কংগ্রেস ঘাটে ওই প্রকল্প হবে। বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেন শীল বলেন, “১২ কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে। পাইপলাইনের মাধ্যমে আত্রেয়ী নদীর জল গিয়ে পৌঁছবে। হোসেনপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে জল শোধন করে জল সরবরাহ হবে।” পুরসভা সূত্রে জানানো হয়েছে, আগামী ২০১৫ সালের অগস্ট মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

যদিও, শহরের ওয়ার্ডগুলিতে পাইপ লাইন বসানোর কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে ওই প্রকল্পটি শেষ করা যাবে কিনা, তা নিয়ে বিরোধী সদস্যরা সংশয় প্রকাশ করেছেন। পুরসভার প্রাক্তন আরএসপির চেয়ারপার্সন তথা বর্তমান বিরোধী বামনেতা সুচেতা বিশ্বাস বলেন, “যে গতিতে ওই প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। শহরের এখনও জলাধার তৈরির কাজ শেষ হয়নি। অথচ পুরভোটের সময় শহরের বাসিন্দাদের ঘরে ঘরে দ্রুত জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে প্রচার করেছিল তৃণমূল।”

২০১০-১১ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন প্রকল্পে শহরের বাড়িতে পানীয় জল সরবরাহের জন্য ৪২ কোটি টাকা পায় পুরসভা। সে সময় পুরসভার ক্ষমতায় ছিল আরএসপি। তৃণমূলের চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য দেবজিত রুদ্র পাল্টা অভিযোগ করেন, “৬০ বছর ধরে বালুরঘাট পুরসভার ক্ষমতায় ছিল আরএসপি। তা ছাড়া ওরা ক্ষমতায় থাকাকালীন ওই প্রকল্পে কেন্দ্রের আর্থিক বরাদ্দ পেয়েও কাজ করতে পারেনি।” শহরে ৪টি জলাধার এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের শেষ পর্যায়ের কাজ চলছে বলে তিনি দাবি করেন। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় অভিযোগ করেন, “আরএসপি পরিচালিত পুরসভার পরিকল্পনা রূপায়ণে ব্যর্থতার জন্য ওই প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। বর্তমান তৃণমূল পরিচালিত পুরসভাও ওই প্রকল্পের কাজে অগ্রগতি তৈরি করতে পারেনি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

atreyi river water suction balurghat municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE