Advertisement
E-Paper

কনভেনশন ডেকে প্রশ্নের উত্তর মন্ত্রীর

কেউ প্রশ্ন তোলেন শহরের ফুটপাথ দখল, যান চলাচলের সমস্যা নিয়ে। কেউ নজর দিতে অনুরোধন করেন শহরের নিকাশি, পার্কিং ব্যবস্থার দিকে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পানীয় জলের সমস্যা, কিরণচন্দ্র শ্মশানে শৌচাগারের সমস্যা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১৩
বক্তৃতা করছেন গৌতম দেব। ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়।

বক্তৃতা করছেন গৌতম দেব। ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়।

কেউ প্রশ্ন তোলেন শহরের ফুটপাথ দখল, যান চলাচলের সমস্যা নিয়ে। কেউ নজর দিতে অনুরোধন করেন শহরের নিকাশি, পার্কিং ব্যবস্থার দিকে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পানীয় জলের সমস্যা, কিরণচন্দ্র শ্মশানে শৌচাগারের সমস্যা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। শিলিগুড়ি শহরে গত তিন বছর ধরে পুরসভা, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে যে সমস্ত উন্নয়ন কাজ হচ্ছে শনিবার দীনবন্ধু মঞ্চে এসজেডিএ-র তরফে নাগরিক সম্মেলন করে তা তুলে ধরেন মন্ত্রী গৌতম দেব। সেখানে বাসিন্দাদের তরফে অনেকেই ওই সমস্ত প্রশ্ন তুলেছেন।

কাজের খতিয়ান দেওয়ার পাশাপাশি সমস্যাগুলি সমাধানে উদ্যোগী হবেন বলে অধিকাংশ ক্ষেত্রেই আশ্বাস দিয়েছেন। বিরোধীদের বক্তব্য সামনে পুর নির্বাচন। সে জন্য সরকারি দফতরকে কাজে লাগিয়ে আসলে ভোটের আগে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও এ দিনের কনভেনশনে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকেও চিঠি পাঠিয়ে ডাকা হয়েছিল বলেই মন্ত্রী জানান। কিন্তু তারা কেউই যাননি।

এ দিন নাগরিক কনভেনশনে বাসিন্দাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি মন্ত্রী বলেন, “এক দিন নাগরিক কনভেনশন করে বক্তব্য রেখে চলে যাওয়ার বিষয় নয়। বাসিন্দারা যে সমস্ত সমস্যার কথা তুলে ধরছেন তা নথিভুক্ত করা হচ্ছে। খুব বিনীতভাবে মানুষের প্রস্তাব নিয়ে কাজ করতে চাই। সেই মতো অ্যাকশন পেপার তৈরি করা হবে। কতটা কাজ হল সেটাও পরে সভা করে তাদের জানানো হবে।”

বিজেপি’র জেলা সভাপতি রথীন বসু জানান, নির্বাচনের আগে মানুষকে ভুল বোঝাতে এ ধরনের কনভেনশন করা হচ্ছে। অথচ উন্নয়ন প্রসঙ্গে তিনি যে সব প্রশ্ন সম্প্রতি মন্ত্রীর কাছে খোলা চিঠিতে রেখেছিলেন সেগুলির যথাযথ জবাব মেলেনি। নির্বাচনকে সামনে রেখেই এ ধরনের কনভেনশন করা হচ্ছে বলে জানান, প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, কংগ্রেসের জেলাসভাপতি তথা মাটিগানা-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার।

এ দিন কনভেনশনে শহরে সুষ্ঠু যান চলাচলের ক্ষেত্রে পর্যাপ্ত রাস্তা না-থাকার কথা তুলে ধরেন কাঞ্চন ভদ্র। ফুটপাথ হকারদের থেকে দখল মুক্ত করার দাবি জানান তিনি। বস্তুত, মাত্রাতিরিক্ত হারে গাড়ির সংখ্যা বৃদ্ধি এবং পার্কিং সমস্যায় জেরবার এই শহর। কিন্তু এখনও পর্যন্ত সে ভাবে কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। কয়েকটি এলাকায় পার্কোম্যাট তৈরির কথা ভাবা হচ্ছে বলে মন্ত্রী এ দিন আশ্বাস দিলেও কবে সেই কাজ হবে তা ষ্পষ্ট নয়। শহরকে আরও পরিকল্পিত ভাবে গড়ে তুলতে বিভিন্ন জমি দখল হয়ে যাওয়ার ঘটনা রোখা দরকার বলে জানান, রাজ বসু। একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে শেখর সাহা জানান, তেনজিং নোরগে রাস স্ট্যান্ড হয়ে অনেক ছোট ছেলেমেয়ে বাইরে চলে যাচ্ছে। তাদের উদ্ধার করতে শিশু সহায়তা কেন্দ্রে করা জরুরি। শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়ন দরকার বলে জানান, তৃণমূলেরই আইনজীবী সেলের সদস্য অত্রি শর্মা। বিধানমার্কেটের নিকাশি সমস্যা নিয়েও ব্যবসায়ী সমিতির তরফে প্রশ্ন তোলা হয়। শহরে প্রচুর দেশবিদেশের পর্যটকরা প্রতিদিনই যাতায়াত করেন। সে কারণে নিউ জলপাইগুড়ি স্টেশন, তেনজিং নোরগে বাস টার্মিনাস, বাগডোগরা এয়ার পোটের্র মতো জায়গাগুলির সৌন্দর্যায়নের প্রস্তাব দেন একটি ভ্রমণ সংস্থার কর্মকর্তা সম্রাট সান্যাল। আইটিআই কলেজের অধিকর্তা রমেশ চন্দ্র সরকার জানান, যে সমস্ত ছাত্রছাত্রীরা এখান থেকে পাশ করছেন পরবর্তীতে শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তাদের কাজ দেওয়ার ক্ষেত্রে সাহায্য করছেন না। তা পাওয়া গেলে ওই শিক্ষার্র্থীরা উপকৃত হতেন। ক্রীড়াপ্রেমীদের তরফে বারবার দাবি জানানো হলেও শহরে ক্রিকেট খেলার মাঠ নেই। নেই অনুশীলনের জন্য ভাল মাঠ। উত্তরায়ণ উপনগরীতে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির কথা ভাবা হচ্ছে বলে মন্ত্রী এ দিন জানান।

bjp gautam deb siliguri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy