Advertisement
০২ মে ২০২৪

চা-বাগানে যাওয়ার হিড়িকে এ বার তৃণমূলও

উত্তরবঙ্গের চা-বাগানে অনাহার ও অপুষ্টিতে পরের পর শ্রমিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই সেখানে প্রতিনিধি পাঠাতে হুড়োহুড়ি পড়ে গেল রাজনৈতিক দলগুলির মধ্যে! বিরোধীরা বিষয়টিকে প্রচারের হাতিয়ার করছে দেখে এ বার চা-বাগানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিল শাসক দলও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০২:৫৭
Share: Save:

উত্তরবঙ্গের চা-বাগানে অনাহার ও অপুষ্টিতে পরের পর শ্রমিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই সেখানে প্রতিনিধি পাঠাতে হুড়োহুড়ি পড়ে গেল রাজনৈতিক দলগুলির মধ্যে! বিরোধীরা বিষয়টিকে প্রচারের হাতিয়ার করছে দেখে এ বার চা-বাগানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিল শাসক দলও।

রেড ব্যাঙ্ক-সহ জলপাইগুড়ির বেশ কয়েকটি চা-বাগানে আজ, শুক্রবার পরিস্থিতি সরেজমিনে দেখবে বামফ্রন্টের পরিষদীয় দল। আরএসপি-র বর্ষীয়ান বিধায়ক সুভাষ নস্করের নেতৃত্বে ছয় বাম বিধায়ক উত্তরবঙ্গ রওনা দিয়েছেন বৃহস্পতিবার রাতেই। কংগ্রেস বিধায়কদের যাওয়ার কথা শনিবার। এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্বও এ দিন সিদ্ধান্ত নিয়েছেন চা-বাগানে প্রতিনিধিদল পাঠানোর। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, জেলার দুই লোকসভা কেন্দ্রের সাংসদ এবং জেলার বিধায়কদের নিয়ে প্রতিনিধিদল রওনা দেবে আজ। সৌরভ নিজেও ওই দলে থাকবেন। চা-বাগানে ঠিক কী পরিস্থিতি চলছে, বিরোধীরা যা অভিযোগ করছে, তার সত্যতাই বা কত দূর এ সবই খতিয়ে দেখে দলীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন প্রতিনিধিরা। চা-শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য সরকার কী কী করছে, তা জানিয়ে এলাকার বাসিন্দাদের বক্তব্যও শুনবেন তাঁরা।

রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সুখবিলাস বর্মা, জোসেফ মুণ্ডা, শঙ্কর মালাকার, মনোজ চক্রবর্তী, কেশব রায়-সহ ১৩ জন কংগ্রেস বিধায়কের দল উত্তরবঙ্গের চা-বাগান ঘুরে তথ্য সংগ্রহ করবে কাল, শনিবার। আবার আরএসপি-র শ্রমিক সংগঠন ইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক ঘোষ জানিয়েছেন, রাজ্যে তৃণমূল বাদে বাকি সবক’টি দলের ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরাও এ বার চা-বাগানে যাচ্ছেন। সেই দলে সঙ্ঘ পরিবার প্রভাবিত শ্রমিক সংগঠন বিএমএস-ও থাকবে। চা-বাগানে অনাহারে মৃত্যু এবং তার পরে বাগানে দুর্নীতির তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে পরপর দু’টি চিঠি দেন অশোকবাবু। এই তৎপরতার মধ্যেই এসইউসি-র রাজ্য সম্পাদক সৌমেন বসু ও বিধায়ক তরুণ নস্কর এ দিন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। মুখ্যমন্ত্রীকে তাঁরা বলেছেন, চা-বাগানে অনাহারে মৃত্যুর পরেও মন্ত্রীরা যা বিবৃতি দিয়েছেন, তাতে তাঁরা মর্মাহত!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

malnutrition death of tea labours
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE