Advertisement
০৪ মে ২০২৪

জওয়ান পরিচয় দিয়ে অ্যাসিড কেনে মনোজ

শিলিগুড়ির অ্যাসিড কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত মনোজ উর্দি পরে নিজেকে সেনা জওয়ান পরিচয় দিয়ে ব্যাটারির দোকান থেকে অ্যাসিড কিনেছিল। জেরায় সে এমনই স্বীকার করেছে বলে পুলিসের দাবি। এই তথ্যের ভিত্তিতে শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে যাঁর দোকান থেকে অ্যাসিড কেনা হয়েছিল তাঁকেও জেরা করে পুলিশ। ওই ব্যক্তি অভিযুক্তকে চিহ্নিত করেছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন বলেন, “ওই অ্যাসিড বিক্রেতাকে সরকারি সাক্ষী হিসেবে ব্যবহার করা হবে।” পুলিশ জানায়, ফরেনসিক রিপোর্টে জানা গিয়েছে সালফিউরিক অ্যসিড ছোঁড়া হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৪ ০০:৪৪
Share: Save:

শিলিগুড়ির অ্যাসিড কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত মনোজ উর্দি পরে নিজেকে সেনা জওয়ান পরিচয় দিয়ে ব্যাটারির দোকান থেকে অ্যাসিড কিনেছিল। জেরায় সে এমনই স্বীকার করেছে বলে পুলিসের দাবি। এই তথ্যের ভিত্তিতে শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে যাঁর দোকান থেকে অ্যাসিড কেনা হয়েছিল তাঁকেও জেরা করে পুলিশ। ওই ব্যক্তি অভিযুক্তকে চিহ্নিত করেছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন বলেন, “ওই অ্যাসিড বিক্রেতাকে সরকারি সাক্ষী হিসেবে ব্যবহার করা হবে।” পুলিশ জানায়, ফরেনসিক রিপোর্টে জানা গিয়েছে সালফিউরিক অ্যসিড ছোঁড়া হয়েছিল।

১১ ডিসেম্বর শিলিগুড়ির সেবক রোডে মোটরবাইকে চেপে এসে পানশালার এক তরুণী গায়িকাকে মনোজ অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। সে সময়ে একটি গাড়িতে চেপে সঙ্গী আরেক গায়িকার সঙ্গে পানশালায় যাচ্ছিলেন তরুণী। অ্যাসিডে দুই তরুণী-সহ গাড়ির চালকও জখম হন। পুলিশি জেরায় অ্যাসিড ছোড়ার কথা মনোজ স্বীকার করেছে বলে ভক্তিনগর থানা সূত্রে জানানো হয়েছে। পুলিশ জানতে পেরেছে, যে দোকান থেকে অ্যাসিড কেনা হয়েছিল, সেটি মূলত ব্যাটারি ও তার আনুষঙ্গিক সামগ্রী বিক্রির। অভিযোগ, ঘটনার দিন বিকেলে সেই দোকানে গিয়ে গিয়ে নিজেকে সেনাকর্মী বলে পরিচয় দেয় মনোজ। পুলিশ জানিয়েছে, তখন তার গায়ে পুরোদস্তুর সেনা জওয়ানের পোশাক। তা দেখে দোকানে কারোর সন্দেহও হয়নি। সেনার পদের তকমাও মনোজের উর্দিতে লাগানো ছিল বলে অভিযোগ। দোকানে মনোজ দাবি করে, ব্যাটারি মেরামতের জন্য তার ১ লিটার অ্যাসিড দরকার। ওই উর্দি ও তকমা পুলিশ বাজেয়াপ্ত করেছে।

ধৃত মনোজকুমার সিংহ হরিয়ানার ভিওয়ানির বাসিন্দা। অ্যাসিড ছোড়ার সময়ে শিলিগুড়িরই বাসিন্দা সঞ্জয় গুপ্ত বাইক চালাচ্ছিল বলে অভিযোগ। তাকেও ধরেছে পুলিশ। পুলিশের দাবি, সেবক রোডের একটি পানশালায় যাতায়াতের সূত্রে শিলিগুড়ির গায়িকার সঙ্গে আলাপ হয় মনোজের। অ্যাসিডে জখম সকলেই বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। তবে তরুণী কলকাতায় এখনও চিকিত্‌সাধীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

manoj acid siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE