Advertisement
০৮ মে ২০২৪

ট্রেন অবরোধ করে বিক্ষোভ

রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি ডিএমইউ ট্রেন সঠিক সময়ে চালানোর দাবি সহ রায়গঞ্জ মহকুমার রেল পরিষেবার সার্বিক উন্নয়নের দাবিতে আন্দোলনে নামল কংগ্রেস। রবিবার কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থক উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেশনে বেলা সাড়ে ১০-১১টা পর্যন্ত রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি ডিএমইউ ট্রেন ও বেলা ১১টা থেকে আধ ঘণ্টা রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০২ মার্চ ২০১৫ ০১:৩৬
Share: Save:

রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি ডিএমইউ ট্রেন সঠিক সময়ে চালানোর দাবি সহ রায়গঞ্জ মহকুমার রেল পরিষেবার সার্বিক উন্নয়নের দাবিতে আন্দোলনে নামল কংগ্রেস। রবিবার কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থক উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেশনে বেলা সাড়ে ১০-১১টা পর্যন্ত রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি ডিএমইউ ট্রেন ও বেলা ১১টা থেকে আধ ঘণ্টা রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে দলের তরফে স্টেশনের সুপারিনটেনডেন্টের মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম ও রেলমন্ত্রীর কাছে স্মারকলিপিও পাঠানো হয়।

ডিআরএম অরুণকুমার শর্মা ফোন ধরেননি। ডিভিশনের কমার্শিয়াল ম্যানেজার পবন কুমার জানান, কংগ্রেসের অভিযোগ ও দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে।

উল্লেখ্য, রাধিকাপুর স্টেশন থেকে প্রতিদিন সকাল সওয়া ৬টায় ছেড়ে ট্রেনটি বেলা ১১টা ৩৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছনোর কথা। অন্য দিকে, প্রতিদিন বিকাল ৪টা ৪০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি রাত ১০টা ৫০ মিনিটে রাধিকাপুর স্টেশনে পৌঁছনোর নির্ধারিত সময় রয়েছে। কংগ্রেসের অভিযোগ, গত প্রায় তিনমাস ধরে ট্রেনটি সকাল ৬ টার পরিবর্তে সকাল ৯টা থেকে ১০ টার আগে ছাড়ছে না। ফলে ট্রেনটির নিউ জলপাইগুড়ি পৌঁছতে দুপুর গড়িয়ে যাচ্ছে।

অন্যদিকে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়লেও সেটিকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। ফলে ট্রেনটির রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও রাধিকাপুর পৌঁছতে গভীর রাত হয়ে যাচ্ছে।

কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি অরুণ দে সরকার বলেন, ট্রেনটি দীর্ঘদিন ধরে দেরিতে চলায় যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যো পৌঁছতে না পেরে হয়রানির শিকার হচ্ছেন। এছাড়াও যাত্রীরা গভীর রাতে বিভিন্ন স্টেশনে নেমে হয়রানির শিকার হচ্ছেন। তিনি জানান, এদিন দলের তরফে রেল কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ওই ট্রেনটি সঠিক সময়ে চালানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি, কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেলপথ তৈরির কাজ দ্রুত শেষ করা, কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের কোচের সংখ্যা বাড়ানো, দিনের বেলায় রাধিকাপুর থেকে কলকাতাগামী একটি ট্রেন চালু করা সহ কালিয়াগঞ্জ স্টেশনের যাত্রীদের পানীয় জল, শৌচাগারের পরিষেবার উন্নয়ন ও ফুটব্রিজ তৈরির দাবি জানানো হয়েছে।

কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের দাবি, কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের কোচের অভাবে প্রতিদিন বহু যাত্রী টিকিট না পেয়ে বাসে চেপে কলকাতা যেতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে রেল কর্তৃপক্ষকে এসব দাবি জানাচ্ছি। ভেবেছিলাম যাত্রীদের স্বার্থে রেলবাজেটে এসব সমস্যার সমাধান করা হবে। অবিলম্বে আমাদের দাবি পূরণ না হলে যাত্রীদের নিয়ে কালিয়াগঞ্জ স্টেশনে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ করা হবে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি একই দাবিতে এসএফআই ও ডিওয়াইএফের তরফে কাটিহারে গিয়ে ডিআরএমের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raiganj train blockade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE