Advertisement
১০ মে ২০২৪

তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস সদস্যেরা

শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্তের বিরুদ্ধে এলাকায় উন্নয়নের কাজ করতে না পারার অভিযোগ তুলে দল ছাড়লেন তাঁর ওয়ার্ডের কংগ্রেসের নেতা-কর্মীদের একাংশ। শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৪ ০০:৪৩
Share: Save:

শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্তের বিরুদ্ধে এলাকায় উন্নয়নের কাজ করতে না পারার অভিযোগ তুলে দল ছাড়লেন তাঁর ওয়ার্ডের কংগ্রেসের নেতা-কর্মীদের একাংশ। শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তাঁরা। দলছাড়াদের মধ্যে রয়েছেন ১২ নম্বর ওয়ার্ড কমিটির প্রাক্তন সম্পাদক তথা ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরেন ঘোষ, প্রাক্তন সম্পাদক তথা ওয়ার্ডের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটির প্রাক্তন সম্পাদক নিখিলেশ দে, সঞ্জয় চক্রবর্তী, রাজু জানার মতো কংগ্রেস কর্মীরা। প্রাক্তন মেয়রের অভিযোগ, নিজেদের স্বার্থে দল ছেড়েছেন ওই কংগ্রেস কর্মীরা।

গঙ্গোত্রীদেবী বলেন, “ওঁরা কিছু পাওয়ার জন্য দল ছেড়েছেন। আগে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। তাতেও সন্তুষ্ট নন। এমন নেতা কর্মী দল থেকে গেলে কোনও সমস্যা হবে না।”

তবে দলছাড়াদের পাল্টা দাবি, তাঁরা অতীতে কোনও সুযোগ সুবিধা নেননি। বরং গঙ্গোত্রীদেবীকেই সুযোগ পাইয়ে দিয়েছেন অনেক। আইনজীবী নিখিলেশ দে’র দাবি, “যোগ্যতার ভিত্তিতে পুরসভায় নিয়োগপত্র পেয়েছি। গঙ্গোত্রী দেবী কোনও সুযোগ দেননি।” বীরেন সাহার দাবি, তিনি কোনও সুযোগ সুবিধা পাননি। বরং গঙ্গোত্রীদেবীকেই তাঁরা সুযোগ-সুবিধা করে দিয়েছেন। এ দিন যোগদান অনুষ্ঠানে অবশ্য উপস্থিত ছিলেন নান্টুবাবুও। সে সময় কংগ্রেসে থাকলে পরে তিনি তৃণমূলে যোগ দেন। বীরেনবাবু, সঞ্জয়বাবু ও রাজুবাবুরা বলেন, “এলাকার উন্নয়ন কাজের জন্যই তৃণমূলে যোগ দিয়েছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যে ভাবে উন্নয়ন কাজ করছেন তা দেখেই আমরা উৎসাহী।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE