Advertisement
০৭ মে ২০২৪

থানায় সালিশি সভা ইংরেজবাজারে

এক কিশোরীর বাবা ইংরেজবাজার থানায় অভিযোগ করেছিলেন, স্থানীয় পাঁচ যুবক তাঁর কন্যার শ্লীলতাহানি করেছে। কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করা দূরের কথা, মামলাই রুজু করেনি বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৪ ০১:৫৪
Share: Save:

এক কিশোরীর বাবা ইংরেজবাজার থানায় অভিযোগ করেছিলেন, স্থানীয় পাঁচ যুবক তাঁর কন্যার শ্লীলতাহানি করেছে। কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করা দূরের কথা, মামলাই রুজু করেনি বলে অভিযোগ। উল্টে অভিযুক্ত পাঁচ যুবক ও তাদের পরিবারের লোকদের ডেকে এনে রবিবার দুপুরে অভিযোগকারী পরিবারের সঙ্গে বিবাদ মেটাতে ওই থানাতেই ‘সালিশি সভা’ বসানোর অভিযোগ উঠেছে এক এএসআই-এর বিরুদ্ধে।

জেলা এসপি প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “ইংরেজবাজার থানায় সালিশি সভা বসানোর অভিযোগ পেয়েছি। অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি।” তিনি জানান, অভিযোগ প্রমাণিত হলে ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও রজু করা হয়েছে। দুই অভিযুক্ত কামাল শেখ ও আমিনুর শেখকে গ্রেফতারও করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই কেন মামলা রুজু করা হয়নি, তা-ও খতিয়ে দেখছেন পুলিশকর্তারা।

ওই এএসআই প্রাণগোপাল ঝা সালিশি সভা বসানোর কথা স্বীকার করে নিয়ে বলেন, “গ্রামে সালিশি সভা বসালে গোলমাল বাঁধতে পারত। তাই থানায় দু’পক্ষকে ডেকে সালিশি সভা বসিয়ে মীমাংসা করতে চেয়েছিলাম। এর বেশি কিছু নয়।” ইংরেজবাজার থানার আইসি দিলীপ কর্মকারের দাবি, তিনি এ সবের কিছুই জানতেন না। খবর পেয়ে তিনি থানায় যান। দুই অভিযুক্তকে তখনই ধরা হয়। তবে বাকি তিন জনপালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুলাই সন্ধ্যা নাগাদ ওই থানারই নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের ইটাখোলা গ্রামে ঈদ উপলক্ষে লাঠি খেলা, হাঁড়িখেলার আয়োজন করা হয়। তখন অভিযুক্তেরা ওই কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। কিশোরী প্রতিবাদ করায় তার জামা ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ওই দিনই কিশোরীর বাবা থানায় অভিযোগ জানান। কিন্তু মামলা রুজু করে ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর দাবি। তিনি জানান, অভিযোগ জানানোর পরে থানায় গিয়ে অভিযুক্তদের কেন ধরা হচ্ছে না, সে প্রশ্ন তুলেছিলেন। সেই সময় ওই অফিসার তাঁকে মেয়েকে নিয়ে রবিবার থানায় আসতে বলেন। অভিযুক্তদেরও ডাকা হবে বলে তিনি জানিয়েছিলেন। ওই কিশোরীর বাবা বলেন, “সেই মতোই থানায় গিয়ে দেখি সালিশি সভা বসানো হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

salishi english bazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE