Advertisement
০৩ মে ২০২৪

দিল্লিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার মোর্চার

আলাদা রাজ্যের ব্যাপারে মোর্চার প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলে ফেরার পর তাদের দাবির বিষয়টি নিয়ে কী কথা হয়েছে, তা জানাতে দার্জিলিং, শিলিগুড়ি এবং ডুয়ার্সে জনসভা করতে চায় মোর্চা। সেই সঙ্গে আগামী ডিসেম্বরে দাবির বিষয়টি নিয়ে দিল্লিতে যে আন্দোলন কর্মসূচি নেওয়ার কথা জানানো হয়েছিল, তা তাঁরা প্রত্যাহার করে নিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং ও শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৪ ০২:২২
Share: Save:

আলাদা রাজ্যের ব্যাপারে মোর্চার প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলে ফেরার পর তাদের দাবির বিষয়টি নিয়ে কী কথা হয়েছে, তা জানাতে দার্জিলিং, শিলিগুড়ি এবং ডুয়ার্সে জনসভা করতে চায় মোর্চা। সেই সঙ্গে আগামী ডিসেম্বরে দাবির বিষয়টি নিয়ে দিল্লিতে যে আন্দোলন কর্মসূচি নেওয়ার কথা জানানো হয়েছিল, তা তাঁরা প্রত্যাহার করে নিয়েছেন।

মোর্চা সূত্রে জানা গিয়েছে, মোর্চার প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা মতো আলাদা রাজ্যের দাবির বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রর তরফে কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। সেই প্রক্রিয়ার জন্য মোর্চা নেতৃত্ব অপেক্ষা করবেন। বৃহস্পতিবার গোর্খারঙ্গ মঞ্চে দলের বৈঠকের পর মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ জনসভার বিষয়টি ঘোষণা করেন। সেই সঙ্গে জানান, ১৬ ডিসেম্বরের পর তাঁরা দিল্লিতে গিয়ে আরেক দফায় বিভিন্ন নেতাদের সঙ্গে দেখা করবেন। পাহাড়ের ১০টি বিভিন্ন সম্প্রদায়কে ‘আদিবাসী’ মর্যাদা দেওয়ার বিষয়টি দেখতে চাপ দেবেন। বিমল গুরুঙ্গ এ দিন বলেন, “আসলে আমরা বারানসীতে পুজো দিতে গিয়েছিলাম। ফেরার সময় দিল্লিতে স্বারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করি। এবং দাবির বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়। এ ব্যাপারে ডিসেম্বরে তিন দিনের আবস্থান আন্দোলনের যে কর্মসূচি নেওয়া হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রীর অনুরোধে তা প্রত্যাহার করা হয়েছে। তিনি জানিয়েছেন, গোর্খাল্যান্ডের দাবির বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে। শীতের মরসুমের পর ওই কমিটি গঠনের বিষয়টি নিয়ে কথা বলতে আমরা ফের দিল্লিতে যাব।” কমিটি গঠনের বিষয়টি চাউর হতেই তৃণমূলের তরফে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি নেতৃত্বের জবাব দিয়েছেন। তাঁদের দাবি, গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চুক্তির সময় ‘পৃথক রাজ্যের দাবি’কে রেখেই তা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজেপির দার্জিলিং জেলা সভাপতি রথীন্দ্র বসু বলেন, “মুখ্যমন্ত্রী নিজেই গোর্খাল্যান্ড চান। তাই ওই কথা মেনে নিয়ে তিনি চুক্তি করেছেন।” তাঁর বক্তব্য, “মোর্চা নেতৃত্ব স্বরাষ্ট্র মন্ত্রকে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের দাবি দাওয়ার কথা জানিয়েছেন। তা নিয়ে একটি কমিটি তৈরির প্রাথমিক কথা হয়েছে।” উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “বিজেপির ওই কথায় গুরুত্ব দিতে চাই না। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, দার্জিলিং এই রাজ্যের অবিচ্ছেদ্য অঙ্গ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

agitation darjeeling morcha siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE