Advertisement
E-Paper

নকলে বাধা, স্কুলে ভাঙচুরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৪ ০১:৫৭
পড়ে রয়েছে ভাঙচুর হওয়া জানলার পাল্লা। ছবি: অভিজিৎ পাল।

পড়ে রয়েছে ভাঙচুর হওয়া জানলার পাল্লা। ছবি: অভিজিৎ পাল।

উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই নকল করতে বাধা পেয়ে পরীক্ষা শেষের পরে স্কুলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার দুপুরে উত্তর দিনাজপুরের ইসলামপুর ফার্ম কলোনি হাইস্কুলের ঘটনা। স্কুল সূত্রের খবর, এ দিন ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। পরীক্ষা শেষ হতেই কড়া নজরদারির অভিযোগে উত্তেজিত হয়ে পড়ে এক দল পরীক্ষার্থী। এর পরে তারা স্কুলে তাণ্ডব চালাতে থাকে। প্রথমে নীচতলার ঘরের জানলা ভাঙা হয়। এমনকী, এলোপাথারি ঢিলও ছুড়তে থাকে তারা। স্কুলের একাংশ শিক্ষকের অভিযোগ, পরীক্ষার্থীরা রামগঞ্জ এলাকার স্কুলের ছাত্র। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসলামপুর ফার্ম কলোনি হাই স্কুলের প্রধান শিক্ষক সোমনাথ বসু বলেন, “নকল করতে না পেরে ওই ঘটনা ঘটিয়েছে কিছু পরীক্ষার্থী। স্কুলে কয়েকটি ঘরের পরীক্ষার্থীরা তান্ডব চালিয়েছে। জানালা ভাঙচুর করেছে। ঢিল ছুড়েছে। শিক্ষকরাও শঙ্কিত। থানায় লিখিত অভিযোগ জানাব। মহকুমা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পুরো বিষয়টি জানানো হবে।”

স্কুল সূত্রে খবর, ইসলামপুর ফার্ম কলোনি হাই স্কুলে রামগঞ্জ হাইস্কুল-সহ চারটি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। স্কুলের নতুন ভবনের উপরের দিকের ক্ষুদিরামপল্লি স্কুলের ও নীচের দিকের চারটি ঘরে রামগঞ্জ হাইস্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। তবে দুপুরে পরীক্ষা শেষ হতেই দল বেঁধে রামগঞ্জ স্কুলের ছাত্ররা বার হয় বলে পরিদর্শকদের দাবি। তারা স্কুলের ওই বিল্ডিং এর নীচের চারটি ঘরের জানালা ভাঙচুর করে। এমনকী, শিক্ষকদের লক্ষ করেও ঢিল ছুড়তে থাকে। শিক্ষকেরা জানিয়েছেন, ওই ভবনের উপরের দিকে ঘরে তখনও অন্য আরেকটি স্কুলের ছাত্রেরা ছিল। তারা পুরো বিষয়টি দেখে অতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

রামগঞ্জ স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা শূর বলেন, “আমি যখন গিয়েছিলাম তখন ছাত্ররা বলেছিল, খুব ভাল প্রশ্ন এসেছে। তারা ভাল করে পরীক্ষা দিচ্ছে। পরে কী ঘটেছে আমি জানি না।” অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার সময় ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর স্কুলে গণ্ডগোল ঘটায় রামগঞ্জ হাইস্কুলের ছাত্ররা। সেই সময় স্কুলের একটি বেঞ্চ ভেঙে বাথরুমেও আগুন লাগানোর চেষ্টা চালানো হয়।

higher secondary exam north dinajpur islampur cheating students clash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy