Advertisement
১৮ এপ্রিল ২০২৪
হুমকি দেওয়ার অভিযোগ বিরোধীদের

মনোনয়ন শেষেই সংসদ কার্যত দখল টিএমসিপির

মনোনয়নপত্র তোলার পর্ব শেষ হতেই শিলিগুড়ির ৪টি কলেজে ছাত্র সংসদ কার্যত নিজেদের দখলে নিল তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার বেলা দু’টোয় মনোনয়নপত্র তোলার সময়সীমা শেষ হতেই সবুজ আবির উড়িয়ে শিলিগুড়ি মহিলা কলেজের সামনে বিজয় মিছিল বার করে টিএমসিপি’র ছাত্রীরা।

শিলিগুড়ি মহিলা কলেজে টিএমসিপির উল্লাস। বুধবার তোলা নিজস্ব চিত্র।

শিলিগুড়ি মহিলা কলেজে টিএমসিপির উল্লাস। বুধবার তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৫ ০২:৪৩
Share: Save:

মনোনয়নপত্র তোলার পর্ব শেষ হতেই শিলিগুড়ির ৪টি কলেজে ছাত্র সংসদ কার্যত নিজেদের দখলে নিল তৃণমূল ছাত্র পরিষদ।

বুধবার বেলা দু’টোয় মনোনয়নপত্র তোলার সময়সীমা শেষ হতেই সবুজ আবির উড়িয়ে শিলিগুড়ি মহিলা কলেজের সামনে বিজয় মিছিল বার করে টিএমসিপি’র ছাত্রীরা। বিরোধী পক্ষ কোথাও মনোনয়নপত্র তুলতে না পারায়, কোথাও পর্যাপ্ত মনোনয়নপত্র তুলতে সমর্থ না-হওয়ায় শিলিগুড়ি কলেজ, মুন্সি প্রেমচাঁদ কলেজ, সূর্যসেন কলেজেও ছাত্র সংসদ দখলে রাখতে চলেছে তারা। বিরোধীরা অবশ্য তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ‘গায়ের জোর’ দেখিয়ে জবরদস্তি ওই সমস্ত ছাত্র সংসদ দখলের অভিযোগ তুলেছেন। টিএমসিপি অভিযোগ উড়িয়ে দিয়েছে।

টিএমসিপি’র জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “বিরোধীদের পাশে ছাত্রছাত্রীরা নেই বলেই মনোনয়ন তুলতে পারেননি। আমরা গণতান্ত্রিক উপায়েই কলেজগুলিতে নির্বাচন করতে চাই। সে কারণে সূর্যসেন কলেজে এসএফআইয়ের ছাত্রদের মনোনয়ন তুলতে আমরা সহায়তাও করেছি। আমরা চাই বিরোধীরা থাকুক।” অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা ত্রিদিব সাহার অভিযোগ, গায়ের জোরে কলেজের ছাত্র সংসদ দখল করছে রাজ্যে শাসক দলের ছাত্র সংগঠন। ছাত্র পরিষদের জেলা সভাপতির রোনাল্ড দে জানিয়েছেন, পুলিশ এবং গুণ্ডাদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ যা করছে সকলেই দেখছেন। তাঁর দাবি, “ছাত্র সংসদ না পেলে আমাদের ক্ষোভ নেই। আমরা মাঠে বসে ছাত্র রাজনীতি করব। সঠিক সময়ে জবাব দেব।”

টিএমসিপি’র জেলা সভাপতির বক্তব্য মানতে পারেননি বিরোধী ছাত্র সংগঠনের নেতারা। গত দুই দিনে মুন্সি প্রেমচাঁদ কলেজে টিএমসিপি একাই মনোনয়নপত্র তুলেছে। এসএফআইয়ের সদস্যরা এ দিন মনোনয়ন তুলতে গেলে টিএমসিপি’র লোকজন বহিরাগতদের নিয়ে রাস্তায় আটকে দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ। এমনকী অভিযোগ, সামনে আটকে, পিছনে তাদের লোকজনরা লাটিসোটা নিয়ে দাঁড়িয়ে হমকি দেয় ‘কেউ মনোনয়ন তুললে দেখে নেবে’ বলে। ভয়ে এর পর ছাত্রছাত্রীরা কেউ মনোনয়ন পত্র তোলার সাহস দেখায়নি। মঙ্গলবারও পুলিশের সামনে তাদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিয়েছে বলে অভিযোগ এসএফআই নেতৃত্বের। নিরুপায় হয়ে ওই কলেজে ছাত্র সংসদের নির্বাচন বয়কট করার ডাক দিয়েছেন বলে জানান এসএফআইয়ের জেলা সম্পাদক সৌরভ দাস।

শিলিগুড়ি কলেজে ৫১ টি আসনে টিএমসিপি সবগুলিতেই মনোনয়ন পত্র তুলেছে। এসএফআই দাবি করেছে তাদের ১২ জন এবং ছাত্র পরিষদ দাবি করেছে তাদের ২৩ জন মনোনয়নপত্র তুলছে। এখানেও ছাত্র সংসদও তারা দখল করছে বলে নিশ্চিত তৃণমূল ছাত্র পরিষদ। সূর্যসেন কলেজে ছাত্র সংসদে আসন ৫৭ টি । একটি বাদে সব আসনেই মনোয়পত্র তুলেছে টিএমসিপি। মঙ্গলবার প্রথম দিন একটি মনোনয়নপত্রও তুলতে পারেনি এসএফআই। এ দিন তাদের ৮ জনকে কলেজের গেট পর্যন্ত এগিয়ে দিয়েছে তৃণমূলের স্থানীয় নেতারাই। এমনকী ছাত্র সংগঠনের কেউ যাতে এসএফআই প্রার্থীদের কেউ বাধা না দেয় সেই নিদের্শও দেন। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌরভ দাস বলেন, “ওই সাহায্যের কথা বলে টিএমসিপি যে ভাবমূর্তি দেখাতে চেষ্টা করছে বাস্তবে তারা যে সেটা নন তা সকলেই জানেন।”

শিলিগুড়ি মহিলা কলেজে ২৪টি আসন। গত দুই দিনে টিএমসিপি’র ৩৭ জন মনোনয়নপত্র তুলেছেন সমস্ত আসনগুলিতে। এসএফআই দাবি করছে তারা অন্তত ১১ টি আসনে প্রার্থী দেবেন। তবে কলেজেরই একটি সূত্রে জানা গিয়েছে, বিরোধীরা সব মিলিয়ে ৬/৭ টি’র বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। সে কারণে এ দিন বিজয় মিছিলও করে টিএমসিপি।

বুধবার পর্যন্ত যা পরিস্থিতি তাতে বাগডোগরা কলেজ এবং নকশালবাড়ি কলেজে নির্বাচন হতে পারে যদি বিরোধী প্রার্থীরা আজ, বৃহস্পতিবার এবং শুক্রবার ঠিক মতো মনোনয়নপত্র জমা করতে পারেন। তা ঠেকাতে তৃণমূল ছাত্র পরিষদ মরিয়া চেষ্টা করছে বলে অভিযোগ।

বাগডোগরা কলেজে এবিভিপির হয়ে মনোনয়ন তুলেছেন এমন এক প্রার্থীর বাড়িতে রাতে টিএমসিপি সমর্থকেরা ঘেরাও করে মনোনয়ন ছিনিয়ে নিতে হুমকি দিচ্ছে বলেও সংগঠনের তরফে অভিযোগ তোলা হয়েছে। ওই বাড়িতে এবিভিপির জনা ২০ প্রার্থী একসঙ্গে রয়েছেন বলে সংগঠনের দাবি। বিজেপির জেলা সভাপতি রথীন বসুর অভিযোগ, “পুলিশের এক কর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে এসএমএস করে তাঁকে সব জানিয়েছি।” তৃণমূলের তরফে অবশ্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

ওই ছ’টি কলেজ ছাড়াও আজ, বৃহস্পতিবার এবং শুক্রবার শিলিগুড়ি কমার্স কলেজে এবং আইটিআই কলেজে মনোনয়ন পত্র তোলার দিন। শিলিগুড়ি পলিটেকনিক কলেজেও মনোনয়নপত্র বিলি বাকি রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmcp student's union siliguri mahila college
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE