Advertisement
০৩ মে ২০২৪

রেশন ডিলারের বাড়িতে ডাকাতি

এক রেশন ডিলারের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে লুঠপাট চালাল ডাকাত দল। শুক্রবার গভীর রাতে মানিকচক থানার নারিদিয়ারা গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। রাত দেড়টা নাগাদ বাড়ির গ্রিলের দরজার তালা ভেঙে ১০ থেকে ১৫ জনের দুষ্কৃতী দলটি সুনীল প্রামাণিক নামে ওই ব্যবসায়ীর বাড়িতে ঢোকে বলে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০৯
Share: Save:

এক রেশন ডিলারের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে লুঠপাট চালাল ডাকাত দল। শুক্রবার গভীর রাতে মানিকচক থানার নারিদিয়ারা গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। রাত দেড়টা নাগাদ বাড়ির গ্রিলের দরজার তালা ভেঙে ১০ থেকে ১৫ জনের দুষ্কৃতী দলটি সুনীল প্রামাণিক নামে ওই ব্যবসায়ীর বাড়িতে ঢোকে বলে জানা গিয়েছে। বন্দুকের বাঁট দিয়ে সুনীলবাবুর দুই ভাইকে মারধর করে ডাকাতরা। প্রায় আধঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী তারা লুঠপাট করেছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন,“ তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।”

সুনীলবাবুরা তিন ভাই। একই বাড়িতে পরিবার নিয়ে থাকেন তাঁরা। ডাকাতরা তিন ভাইয়ের ঘরে হানা দিয়ে অন্তত ১০ ভরি সোনার গয়না এবং নগদ ২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ। রেশন ডিলার সুনীলবাবু বলেন, “ডাকাতদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ও বাকিদের হাতে ধারাল অস্ত্র ছিল। বাড়িতে ঢুকে প্রথমে আলমারির চাবি চায় তারা। আমার দু’ভাই চাবি দিতে রাজি না হওয়ায় তাদের বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা খুবই আতঙ্কে রয়েছি।” এই ডাকাতির ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরাও।

জেলা জুড়ে ব্যবসায়ীদের বাড়িতে চুরি, ডাকাতির ঘটনা ঘটছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। সম্প্রতি একই রাতে কালিয়াচক থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পরপর তিনটি দোকানে চুরি ও একটি দোকানে চুরির চেষ্টা হয় বলে অভিযোগ। অভিযোগ হলেও কোনও কিনারা হয়নি।

ফের এমন বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মালদহ জেলার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুণ্ড। তিনি বলেন, “দ্রুত দুষ্কৃতীরা গ্রেফতার না হলে আমরা জেলা জুড়ে আন্দোলন করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

malda robbery ration dealer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE