Advertisement
E-Paper

সেফ রাইড থেকে বিরিয়ানি উত্‌সব, সবই কার্নিভ্যালে

কোনও সংস্থা বা সংগঠনের তরফে সাজানো রিকশায় করে শহরের বিভিন্ন দ্রষ্টব্যস্থানে ঘোরানো হবে। আবার কেউ আয়োজন করছে রকমারি বিরিয়ানি চাখতে ‘বিরিয়ানি উত্‌সব’-এর। উত্‌সাহীদের আশেপাশের বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘোরানো থেকে বিজ্ঞান কেন্দ্রে রকমারি প্রদর্শনী দেখা, অথবা দূরবিনে চোখ রেখে দূরের গ্রহ-তারায় নজর রাখার সুযোগ এনে দিচ্ছে শিলিগুড়ি কানিভ্যাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৪ ০২:১৫

কোনও সংস্থা বা সংগঠনের তরফে সাজানো রিকশায় করে শহরের বিভিন্ন দ্রষ্টব্যস্থানে ঘোরানো হবে। আবার কেউ আয়োজন করছে রকমারি বিরিয়ানি চাখতে ‘বিরিয়ানি উত্‌সব’-এর। উত্‌সাহীদের আশেপাশের বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘোরানো থেকে বিজ্ঞান কেন্দ্রে রকমারি প্রদর্শনী দেখা, অথবা দূরবিনে চোখ রেখে দূরের গ্রহ-তারায় নজর রাখার সুযোগ এনে দিচ্ছে শিলিগুড়ি কানিভ্যাল। কচিকাঁচাদের নিখাদ আনন্দে মজিয়ে রাখতে বিনোদন পার্কে কয়েকদিন ধরেই চলবে নানা উত্‌সব, অনুষ্ঠান। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে কার্নিভ্যালের সঙ্গে যুক্ত বিভিন্ন ভ্রমণ সংস্থা, শিলিগুড়ি ইঞ্জিনিয়র্স অ্যান্ড আর্কিটেকচার অ্যাসোসিয়েশন, উত্তরবঙ্গ বিজ্ঞানকেন্দ্র কর্তৃপক্ষ, মোটর সাইকেল কমিউনিটির তরফে আয়োজনের বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয়।

শিলিগুড়ি পুরসভার উদ্যোগে আগামী ১৫-২১ ডিসেম্বর শিলিগুড়ি কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব উত্‌সবের মুখ্য পৃষ্টপোষক। উত্‌সবের দিনগুলিতে আয়োজনের দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থা, সংগঠনের তরফে রকমারি আয়োজন করা হয়েছে। ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর-এর কার্যকরি সভাপতি সম্রাট সান্যাল বলেন, “কার্নিভ্যালকে তুলে ধরে পর্যটকদের আকর্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যটকরা শহরে পৌঁছলেই তাদের হাতে কার্নিভ্যালের ‘ম্যাসকট’তুলে দিয়ে স্বাগত জানানো হবে। কার্নিভ্যালকে কেন্দ্র করে পর্যটকদের বিভিন্ন জায়গায় ঘোরকানোর পরপিকল্পনা রয়েছে।” সংগঠনের অপর কর্মকর্তা মৃদুল চক্রবর্তী জানান, সাজানো রিকশায় পর্যটকদের ঘোরানোর আয়োজন করা হয়েছে। তার মধ্যে ব্রিটিশ জমানায় তৈরি তথা রবীন্দ্রনাথ ঠাকুর, বাঘা যতীন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতি বিজড়িত শিলিগুড়ি টাউন স্টেশন, আনন্দময়ী কালীবাড়ি, এলাকার প্রথম মেয়েদের স্কুল জ্যোত্‌স্নাময়ী স্কুল, ইস্কন মন্দির, শালুগাড়া মনাস্ট্রি-সহ বিভিন্ন জায়গায় ঘোরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ফুলবাড়ি ব্যারেজ, গজলডোবা, মহানন্দা অভয়ারণ্য ঘোরানোর আয়োজনও রয়েছে।

১৬ ডিসেম্বর প্যান ইন্ডিয়া মোটর সাইকেল কমিউনিটির তরফে ‘রাইড সেফ’ শিলিগুড়ি র্যালির আয়োজন করা হয়েছে। নিয়ম মেনে নিরাপদে মোটর সাইকেল চালানোর বিষয়ে সচেতনতা প্রচারে ওই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের মুখ্য আহ্বায়ক শান্তনু বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের তরফে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। প্রদর্শনীর ভ্রাম্যমান গাড়িও থাকছে। অপর সংগঠন স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অব নর্থবেঙ্গল-এর উদ্যোগে ‘স্কাই অব শিলিগুড়ি-ল্যান্ড অব শিলিগুড়ি’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সংগঠনের অন্যতম দেবাশিস সরকার জানান, ছাত্রছাত্রী এবং বাসিন্দাদের মহাকাশ বিষয়ে ছবি দেখানো, আলোচনার ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ি এবং এর সন্নিহিত এলাকা ভূমিকম্পপ্রবণ ‘সিসমিক জোন’-এর মধ্যে পড়ে। বাড়ি তৈরির ক্ষেত্রে এ ব্যাপারে কী সাবধনতা নিতে হবে সে বিষয়েও সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে।

biryani festival carnival siliguri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy