Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হুমকি-শাসানি চলছে, অভিযোগ বিরোধীদের

কোথাও বুলডোজার দিয়ে অফিস ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোথাও রাত নামলে বাড়িতে ঢিল পড়ছে বলে অভিযোগ জমা পড়ছে থানায়। শাসানি, হুমকির অভিযোগের বহর রোজই বাড়ছে তৃণমূলের বিরুদ্ধে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলপুরদুয়ার ও কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন বামেরা।

জলপাইগুড়িতে বামেদের প্রতিবাদ মিছিল। ছবিটি তুলেছেন সন্দীপ পাল।

জলপাইগুড়িতে বামেদের প্রতিবাদ মিছিল। ছবিটি তুলেছেন সন্দীপ পাল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মে ২০১৪ ০১:৫১
Share: Save:

কোথাও বুলডোজার দিয়ে অফিস ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোথাও রাত নামলে বাড়িতে ঢিল পড়ছে বলে অভিযোগ জমা পড়ছে থানায়। শাসানি, হুমকির অভিযোগের বহর রোজই বাড়ছে তৃণমূলের বিরুদ্ধে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলপুরদুয়ার ও কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন বামেরা। একই অভিযোগে সরব কংগ্রেসও। শুক্রবার তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে কোচবিহারের জেলাশাসকের দফতরের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ করে বামফ্রন্ট। ডুয়ার্সের শামুকতলা থানার ভাটিবাড়ির কুমারিজান এলাকাতেও সিপিএমের তরফে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করা হয়। শিলিগুড়িতেও ফুলবাড়িতে দলীয় অফিস দখলের প্রতিবাদ জানানো হয়। জলপাইগুড়ির তালমায় সিপিএমের অফিস ভেঙে দেওয়ার অভিযোগে মিছিল হয়। পুলিশ অবশ্য দাবি করেছে, অভিযোগ পেয়ে সব কটি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বামেদের অভিযোগ, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই সন্ত্রাস শুরু হয়েছে। তুফানগঞ্জ, নাটাবাড়ি, দিনহাটা, মাথাভাঙা ছাড়াও কোচবিহার সদরের বিস্তীর্ণ এলাকায় বাম সমর্থকদের চাঁদার জুলুম, মারধর, ধান কাটতে বাধা দেওয়া-সহ হেনস্থার নানা অভিযোগ রয়েছে। জেলায় বামেদের বেশ কিছু অফিস ভাঙচুর ও তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি। কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানিয়ে সেভাবে লাভ হচ্ছে না। বরং তৃণমূলের সন্ত্রাসের প্রবণতা বাড়ছে সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক তারিণী রায়ের অভিযোগ, “বাম সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ তৃণমূলের সন্ত্রাসের মুখে পড়েছেন। এ দিনও বেশ কয়েকজন আক্রান্ত হন। পুলিশকে বারবার বলেও সমস্যা মিটছে না। যা পরিস্থতি তাতে প্রশাসন ওই প্রবণতা বন্ধে ব্যবস্থা না নিলে মানুষ ধৈর্য হারিয়ে প্রতিবাদ, প্রতিরোধে সামিল হলে কিছু করার থাকবে না। আমাদের পক্ষেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।”

ডুয়ার্সের শামুকতলা এলাকায় সিপিএম কর্মী সমর্থকদের উপরেও হামলার অভিযোগ উটেছে। শুক্রবার সকাল থেকে তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সিপিএমের ভাটিবাড়ি লোকাল কমিটির সম্পাদক কিশোর দাস তাঁদের কর্মী সমর্থকদের নিরাপত্তা ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলে শামুকতলা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। সিপিএমের অভিযোগ, লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে কুমারিজান গ্রামে রীতিমত সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সিপিএমের কর্মী সমর্থকদের বাড়িতে ঢিল ছোড়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য ভয় দেখানো হচ্ছে। জমি দখল করার হুমকিও দেওয়া হচ্ছে। তৃণমূল পঞ্চায়েতের দেওয়া টিউবয়েল সিপিএমের এক সমর্থকের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

তৃণমূলের আলিপুরদুয়ার ২ ব্লক কমিটির সাধারণ সম্পাদক তথা কুমারিজান গ্রামের নেতা জগদীশ মজুমদার বলেন, “আমরা আলিপুরদুয়ার লোকসভা আসনটি জেতার পরে বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করছি। দলে যোগ দেওয়ার জন্য গ্রামে প্রচার চালাচ্ছি। প্রতিদিন সিপিএম থেকে দলে দলে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছে। এটা সহ্য করতে না পেরে মিথ্যা সন্ত্রাসের অভিযোগ তুলে উত্তেজনা ছড়াতে চাইছে সিপিএম। আমরা তা হতে দেব না।”

এ দিন সকালে আলিপুরদুয়ারে কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকারও তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, “পঞ্চায়েত ভোটের আগে পলাশতলিতে সিপিএমের হাতে খুন হন কংগ্রেস কর্মী সূর্যমোহন দেবনাথ। পঞ্চায়েত ভোটের ফল ঘোষনার রাতে পাতলা খাওয়া এলাকায় তৃণমূলে হাতে খুন কংগ্রেস কর্মী অমল রায়। দুটি ক্ষেত্রেই পুলিশ তদন্ত কার্যত বন্ধ করে দিয়েছে।” তাঁর অভিযোগ, খুনে অভিযুক্তদের একাংশ তৃণমূলের হয়ে সন্ত্রাস চালাচ্ছে। এমনকী, ভয় দেখিয়ে কংগ্রেসের নেতা-কর্মীদের একাংশকে তৃণমূল যোগ দিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মৃদুল গোস্বামী বলেন, “এদিন চাপড়ের পার ২ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের উপপ্রধান কিরণ বর্মন, পঞ্চায়েত স্বপনা বর্মন ও সুভাষ দেবনাথ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সারা দেশে কংগ্রেসের পক্ষে মানুষ রায় দেননি। তা ফলে নির্বাচতি জনপ্রতিনিধিরা উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। সমর্থকদের ধরে রাখতে না পরে মিথ্যে অভিযোগ আনছে কংগ্রেস।” তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কিরণ বর্মন জানান, কেউ কোনও ভয় দেখায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE