Advertisement
E-Paper

বিধানসভার সর্বদলে এ বার যাবে বিরোধীরা

গত কয়েকটি অধিবেশনে সর্বদল বৈঠকে যাননি কংগ্রেস ও বাম বিধায়কেরা। তবে এ বার তাঁরা বৈঠকে গিয়ে পঞ্চায়েত ভোটে ‘সন্ত্রাস’-সহ বেশ কিছু প্রশ্নে আলোচনার দাবি জানাবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ০৭:০৭
বিধানসভার সর্বদল বৈঠকে যোগ দিতে চায় বিরোধীরা। —ফাইল চিত্র।

বিধানসভার সর্বদল বৈঠকে যোগ দিতে চায় বিরোধীরা। —ফাইল চিত্র।

বয়কটের পথ ছেড়ে এ বার বিধানসভার সর্বদল বৈঠকে যোগ দিতে চায় বিরোধীরা। কংগ্রেস ও বাম পরিষদীয় নেতৃত্বের মধ্যে আলোচনায় ঠিক হয়েছে, সর্বদল বৈঠকে যোগ দিয়ে তাঁরা বিভিন্ন বিষয়ে অধিবেশনে আলোচনার দাবিতে সরব হবেন। বিধানসভার অধিবেশন বসছে ২০ জুলাই। সেই উপলক্ষে ১৮ তারিখ প্রথমে সর্বদল ও পরে কার্য উপদেষ্টা (বি এ) কমিটির বৈঠক ডাকা হয়েছে।

গত কয়েকটি অধিবেশনে সর্বদল বৈঠকে যাননি কংগ্রেস ও বাম বিধায়কেরা। তবে এ বার তাঁরা বৈঠকে গিয়ে পঞ্চায়েত ভোটে ‘সন্ত্রাস’-সহ বেশ কিছু প্রশ্নে আলোচনার দাবি জানাবেন। পেট্রল, ডিজেলকে জিএসটি-র আওতায় আনা এবং শুল্ক মকুবের মতো কিছু বিষয়ে বেসরকারি প্রস্তাব এনে আলোচনার দাবিও আছে। সর্বদল বৈঠকে এ বার থাকতে পারেন বিরোধী দলনেতা আব্দুল মান্নানও। যিনি সচরাচর সর্বদল বৈঠকে যান না।

West Bengal Legislative Assembly West Bengal Assembly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy