Advertisement
E-Paper

মোর্চার উপরে চাপ বাড়াচ্ছে বিরোধীরা

মদন তামাঙ্গ হত্যা মামলায় আদালত সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিতেই তা নিয়ে পাহাড়ে বিরোধী শিবির আশায় বুক বেঁধেছে। আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন অখিল ভারতীয় গোর্খা লিগের সদস্য ও তাদের ঘনিষ্ঠরা। পাশাপাশি মোর্চার উপর চাপ বাড়াতে আসরে নেমে পড়েছে এই বিরোধী শিবিরও। পাহাড়ে সদ্য গঠিত ডেমোক্রেটিক ফ্রন্টের অন্যতম তথা অখিল ভারতীয় গোর্খা লিগের সভাপতি নিহত মদন তামাঙ্গের স্ত্রী ভারতীদেবী এ দিন তিনি খুনের ঘটনাস্থল ক্লাব সাইড রোডে মোমবাতি দেন। তিনি বলেন, ‘‘এখনও অনেক পথ যেতে হবে। তবে আমি মনে করি সত্যের জয় হবেই। মোর্চা বিরোধীরাও আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন।’’

রেজা প্রধান

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০৩:১৪
মদল তামাঙ্গ হত্যা মামলায় বিমল গুরুঙ্গ-সহ শীর্ষ মোর্চা নেতাদের নামে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে পুলিশি প্রহরা দার্জিলিঙের সিংমারিতে মোর্চার দফতরে। শনিবার রবিন রাইয়ের তোলা ছবি।

মদল তামাঙ্গ হত্যা মামলায় বিমল গুরুঙ্গ-সহ শীর্ষ মোর্চা নেতাদের নামে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে পুলিশি প্রহরা দার্জিলিঙের সিংমারিতে মোর্চার দফতরে। শনিবার রবিন রাইয়ের তোলা ছবি।

মদন তামাঙ্গ হত্যা মামলায় আদালত সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিতেই তা নিয়ে পাহাড়ে বিরোধী শিবির আশায় বুক বেঁধেছে। আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন অখিল ভারতীয় গোর্খা লিগের সদস্য ও তাদের ঘনিষ্ঠরা। পাশাপাশি মোর্চার উপর চাপ বাড়াতে আসরে নেমে পড়েছে এই বিরোধী শিবিরও।

পাহাড়ে সদ্য গঠিত ডেমোক্রেটিক ফ্রন্টের অন্যতম তথা অখিল ভারতীয় গোর্খা লিগের সভাপতি নিহত মদন তামাঙ্গের স্ত্রী ভারতীদেবী এ দিন তিনি খুনের ঘটনাস্থল ক্লাব সাইড রোডে মোমবাতি দেন। তিনি বলেন, ‘‘এখনও অনেক পথ যেতে হবে। তবে আমি মনে করি সত্যের জয় হবেই। মোর্চা বিরোধীরাও আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন।’’

ভারতী তামাঙ্গ ছাড়াও গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, সিকিম একিকরণ মঞ্চ এবং তাদের সদস্যদের পরিবারের লোক এবং সমর্থকদেরও এ দিন দেখা গিয়েছে মদন তামাংয়ের স্মৃতিসৌধে খাদা দিতে, মোমবাতি জ্বালিয়ে দিতে। ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বায়ক প্রতাপ খাতির কথায়, ‘‘এমনটাই আশা করেছিলাম আদালতের কাছ থেকে। তা হওয়ায় এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি।’’ তিনি জানান, আগের অভিযুক্তদেরও যে রকম গ্রেফতার করা হয়েছে এ ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হোক বলে তাঁরা চান। এদের সকলের নামই সিবিআই’য়ের চার্জশিটে রয়েছে।

পাহাড়ে সিপিআরএম’র মুখপাত্র তথা মোর্চা বিরোধী ডেমক্রেটিক ফ্রন্টের সদস্য একই সুরে কথা বলেছেন। তাঁরা চান, পাহাড়ের মানুষ সমস্যায় যাতে না পড়েন তা দেখতে হবে। স্বাভাবিক জীবনযাপন যেন অব্যহত থাকে। পাহাড়ে তৃণমূলের মুখপাত্র এবং অন্যতম সাধারণ সম্পাদক বিন্নি শর্মা বলেন, ‘‘বিচারাধীন বিষয়ে বেশি কিছু মন্তব্য করতে চাই না। তবে আদালত যে নির্দেশই দিক তাকে স্বাগত জানাচ্ছি।’’ তিনি জানান, এতে বোঝা গেল চার্জশিটে যাদের নাম রয়েছে তারা যুক্ত। তাঁর কথায়, ‘‘আমাদের বিশ্বাস শেষে ন্যায় পাওয়া যাবে। মানুষ চায় পাহাড়ে শান্তি থাকুক। তৃণমূল কংগ্রেস অবশ্য ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে নেই।’’

মোর্চার সহকারি সম্পাদক জোতিকুমার রাই বলেন, ‘‘প্রতিটি বিষয়েই দুটি দিক রয়েছে। কোর্টই সিদ্ধান্ত নেবে। চার্জশিটে যে নির্দোষ ব্যক্তিদের নাম রয়েছে তাঁরা ন্যায় পাবে।’’

তবে মোর্চা নেতাদের বিরুদ্ধে এমন পরোয়ানা জারিতে পাহাড়় সহ তরাই ডুয়ার্সে অশান্তি ছড়়াতে পারে বলে মনে করছেন নেতাদের একাংশ। আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকে বলেন, ‘‘মোর্চা নেতারা পাহাড়ে যা খুশি করুক। কিন্তু এর প্রতিবাদে তরাই-ডুয়ার্সে কোনও রকম অশান্তি মেনে নেব না। তরাই-ডুয়ার্সে যদি মোর্চা বনধ বা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে চায় তাহলে আমরা পাল্টা বিরোধিতায় পথে নামব।’’

রবিবারে দিল্লিতে দলের সর্বভারতীয় সাংগঠনিক বৈঠক রয়েছে। সেখানেও এ বিষয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান। প্রোগ্রেসিভ পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কিরণ কালিন্দীও আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা রাখার কথা বলেছেন। তিনি বলেন, ‘‘মোর্চা নেতারা দোষ করে থাকলে সাজা পেতে হবে। তাই আইনের বাইরে কিছু করার চেষ্টা করা উচিত নয়। বিশ‌েষ করে তরাই ডুয়ার্সে কোনও রকম অশান্তি মেনে নেওয়া হবে না।’’ আদিবাসী বিকাশ পরিষদের বিক্ষুদ্ধ গোষ্ঠীর নেতা জন বারলা এখনই কোনও মন্ত্বব্য করতে চান না। তিনি বলেন, ‘‘এখনই কোনও মন্তব্য করার সময় আসেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখেই যা বলার বলব।’’

morcha bimal gurung darjeeling reja pradhan dooars madan tamang police murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy