কেন্দ্রীয় ভাবে অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে প্রথম পর্যায়ে প্রথম ছ’দিনে ৩ লক্ষ ২০ হাজারের বেশি পড়ুয়া ভর্তি হয়েছেন বলে উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর। মোট আবেদনকারী ছিল ৫ লক্ষ ২৭ হাজার ৭৮১। কলেজ ও বিষয়ভিত্তিক এই আসন বরাদ্দ করা হয়েছিল ৪ লক্ষ ২২ হাজার পড়ুয়াকে। ৭০% পড়ুয়া প্রথম পছন্দের কলেজ ও বিষয়ে ভর্তি হয়েছেন। দ্বিতীয় পছন্দের কলেজ ও বিষয় নির্বাচন করেছেন ১৮ শতাংশ পড়ুয়া। প্রথম পছন্দ ছাড়া অন্য পছন্দ দিয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা অপশন দিলে পরের রাউন্ডে প্রতিষ্ঠান ও বিষয় আপগ্রেডেশনের সুযোগ পাবেন। উচ্চশিক্ষা সংসদ জানিয়েছে, এই পর্যায়ের ভর্তি প্রক্রিয়ায় টাকা জমা দেওয়ার দিনক্ষণ ১৯ জুলাই রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আপগ্রেড রাউন্ডের ভিত্তিতে মেধাতালিকা ২৪ জুলাই প্রকাশিত হবে। ২৪ জুলাই থেকে ২৮ জুলাই ভর্তি প্রক্রিয়া চলবে। ৩১ জুলাই থেকে ৬ অগস্টের মধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে সশরীরে গিয়ে নথি যাচাই করাতে হবে। ৭ অগস্ট ক্লাস শুরুর কথা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)