Advertisement
৩০ এপ্রিল ২০২৪

পঞ্চম শ্রেণি থেকে পরীক্ষা চায় কমিটি

রাজ্য সরকার চাইলেই প্রাথমিকে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনতে পারে। রাজ্যও রাজি। কিন্তু কোন শ্রেণি থেকে ফের পাশ-ফেল চালু হবে? বিকাশ ভবন সূত্রের খবর, পাশ-ফেল কমিটির রিপোর্টে পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত প্রতিটি ক্লাসেই পাশ-ফেল ফেরানোর কথা বলা হয়েছে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০১:৪৮
Share: Save:

কেন্দ্র বলেছে, রাজ্য সরকার চাইলেই প্রাথমিকে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনতে পারে। রাজ্যও রাজি। কিন্তু কোন শ্রেণি থেকে ফের পাশ-ফেল চালু হবে? বিকাশ ভবন সূত্রের খবর, পাশ-ফেল কমিটির রিপোর্টে পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত প্রতিটি ক্লাসেই পাশ-ফেল ফেরানোর কথা বলা হয়েছে। বৃহস্পতিবার কমিটির মতামত সংবলিত ওই রিপোর্ট জমা পড়েছে স্কুলশিক্ষা দফতরে।

সম্প্রতি লোকসভায় শিক্ষার অধিকার আইনে প্রয়োজনীয় সংশোধনী আনে কেন্দ্র। তাতে জানানো হয়, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরানো হচ্ছে। কিন্তু এই প্রথা চালু করা যাবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের হাতে থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। এমনিতেই রাজ্য সরকার জানিয়েছিল, তারা পাশ-ফেল প্রথা ফের চালু করার পক্ষে। তবু সরকার বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গড়ে দেয়। এই বিষয়ে তাদের মতামত জানতে চায় সরকার। এ দিন সেই কমিটি পঞ্চম শ্রেণি থেকেই পাশ-ফেল চালুর পক্ষে মত দিয়েছে।

প্রশ্ন উঠেছে, সংশোধনী এনে শিক্ষার অধিকার আইনে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরানোর কথা বলা হয়েছে। তা হলে রাজ্যের ওই কমিটির প্রস্তাব কি ধোপে টিকবে? শিক্ষা দফতরের এক কর্তা বলেন, ‘‘কেন্দ্র তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যের হাতেই ছেড়ে দিয়েছে। তাই শেষ সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারই।’’ অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক কার্তিক সাহা অবশ্য বলেন, ‘‘পঞ্চম থেকে নয়, প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল চালু করা উচিত। এ রাজ্যকে শিক্ষার দুর্দশা থেকে বাঁচাতেই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education Secondary Education Parliament of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE