নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন জয়োল্লাসে ছোড়া বোমার আঘাতে নিহত তামান্নার মা সাবিনা খাতুনের সঙ্গে দেখা করে তাঁদের লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বছর শেষে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সাবিনা, অসুস্থতার কারণে নববর্ষের দিন তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। মেয়ের খুনে অভিযুক্তদের অনেকে এখনও ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে বলে সাবিনার অভিযোগ, বিচার না-পেয়েই তিনি বিপর্যস্ত। মৌলালির স্টুডেন্টস হেলথ হোমে চিকিৎসাধীন সাবিনার কাছে শুক্রবার দলের কয়েক জন নেতাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন প্রদেশ সভাপতি। তামান্নার মা’র কাছে তাঁর আর্জি, মেয়েকে হারানোর জন্য যারা দায়ী, তাদের শাস্তির ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। এলাকার মেয়েরা যাতে দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তার জন্য উৎসাহ, প্রেরণা জোগান তামান্নার মা। পরে শুভঙ্কর বলেছেন, ‘‘কালীগঞ্জের উপনির্বাচনে ফল ঘোষণার দিন ওই বীভৎস ঘটনার পরে ছোট্ট তামান্নার কী অবস্থা হয়েছিল, আমি গিয়ে দেখেছিলাম। ওই দৃশ্য কোনও মায়ের পক্ষে হজম করা সম্ভব নয়। এত দিনে দোষীদের কঠোর সাজা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা বলছি, অপেক্ষা করুন,শাস্তি হবেই। শাস্তি দেবেন পশ্চিমবঙ্গের মানুষ। এই বছর নির্বাচনে এই সরকারকে মানুষ পরিবতর্ন করে দেবেন।’’ কংগ্রেস নেতৃত্বের দাবি, আর জি কর-কাণ্ড, কসবা আইন কলেজের ঘটনা বা তামান্না-হত্যা, বহু ঘটনাতেই ভুক্তভোগী পরিবার বিচার পায়নি। এই সব হিসেব রাজ্যের মানুষই বুঝে নেবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)