পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাস, বিশেষ করে বিজেপি কর্মীদের উপর হামলা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ একটি আলোচনাচক্রে বিজেপির কর্মীদের দলের প্রতি আন্তরিকতা প্রসঙ্গে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী। রাজ্যে বিজেপি কর্মীদের উপরে হওয়া হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিজেপির লক্ষ-কোটি কর্মী-সমর্থকেরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে দলকে প্রাণশক্তি জুগিয়ে চলেছেন। এখানেই শেষ নয়। কেরল, পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীরের মতো কিছু রাজ্যে দলের কয়েকশো কর্মী নিজেদের রক্তের বিনিময়ে বিজেপিকে শিকড় থেকে শক্তিশালী করেছেন।”
রাজনীতিকদের মতে, বছর ঘুরলে পশ্চিমবঙ্গ ও কেরলে বিধানসভা ভোট। ওই দু’রাজ্যেই সংশ্লিষ্ট শাসক দলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের হত্যা, অত্যাচারের অভিযোগ উঠেছে। আজ সেই হিংসার শিকার বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁদের মনোবল চাঙ্গা করার কৌশল নিলেন মোদী। তিনি আরও বলেন, “যে দলের কাজে এমন একনিষ্ঠ কর্মী রয়েছে, সেই দলের কাছে নির্বাচন জেতা কেবল একমাত্র লক্ষ্য নয়। উল্টে সেই দল জনতার মন জিততে সেবার মনোভাব নিয়ে নিরন্তর কাজ করে থাকে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)