দু’পক্ষের গোলমালে দোলের রাতে রণক্ষেত্রের চেহারা নিল বাঁশদ্রোণীর পালপাড়া বিদ্যাসাগর পার্ক এলাকা। অভিযোগ, ইট, লাঠি ও রড হাতে দাপিয়ে বেড়ায় দু’পক্ষের কয়েক জন। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধরা হয় তিন জনকে। পুলিশ সূত্রের খবর, একটি পরিবারের সঙ্গে পাড়ার একটি ক্লাবের কয়েক জনের গোলমাল থেকে ঝামেলার সূত্রপাত। পুলিশ ওই পরিবারের তিন জনকে গ্রেফতার করেছে। ঘটনায় মোট তিনটি অভিযোগ জমা পড়েছে।
সূত্রের খবর, পুলিশের কাছে অমর রায় নামে এক যুবকের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় তিনি এবং বাবান সামন্ত, রতন দাস, অভিজিৎ সরকার, অজয় সিংহ নামে ক্লাবের কয়েক জনের উপরে চড়াও হন রাজেন্দ্র রায়, তাঁর ছেলে রুদ্র, এবং রাহুল দাস ও টিঙ্কু দাস নামে দুই ভাই। লোহার রড, বঁটি নিয়ে হামলা চলে বলে অভিযোগ। পিঠে কোপ পড়ে কয়েক জনের। বাবানের মোটরবাইক ভাঙচুর করা হয়। এর পরেই ক্লাবের সদস্যেরা ওই পরিবারের উপরে চড়াও হন। অজয়ের দাবি, ‘‘ওঁদের নামে দীর্ঘ দিন থেকে ক্লাবে অভিযোগ আসায় ওঁদের বোঝাতে যাওয়া হয়েছিল। কিন্তু বাইরে থেকে লোক ডেনে এনে ওঁরা ক্লাবে ঢুকে হামলা চালান।’’ রাতে পুলিশের কাছে ওই পরিবারের দুই মহিলা সদস্যের নামেও অভিযোগ হয়। এর পরেই পুলিশ রাহুল, টিঙ্কু ও রুদ্রকে গ্রেফতার করে। শনিবার এলাকায় গিয়ে দেখা যায়, অভিযুক্ত পরিবারটির ঘর তালাবন্ধ। তাঁদের এক আত্মীয়ের দাবি, বিরোধী দল করার কারণে ওই পরিবারকে নিশানা করা হচ্ছিল। মত্ত অবস্থায় ক্লাবের ছেলেরা হামলা করায় ওই পরিবার খবর দিয়ে প্রগতি ময়দান থানা এলাকা থেকে লোক ডেকে আনে। বাঁশদ্রোণী থানা সূত্রের খবর, কয়েক জনের খোঁজে তল্লাশি চলছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)