Advertisement
০৬ মে ২০২৪
Amit Shah

পুলিশি আপত্তি, পুরুলিয়ায় মৃত বিজেপি কর্মীদের বাড়িতে অমিতের যাওয়া অনিশ্চিত

চলতি মাসের শেষ সপ্তাহে দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

পুরুলিয়া যেতে চান অমিত শাহ। ঘুম উড়েছে পুরুলিয়া জেলা পুলিশের। সফরসূচি বদলে ফেলার সুপারিশ করা হয়েছে। পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

পুরুলিয়া যেতে চান অমিত শাহ। ঘুম উড়েছে পুরুলিয়া জেলা পুলিশের। সফরসূচি বদলে ফেলার সুপারিশ করা হয়েছে। পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ২২:২১
Share: Save:

ভরসা পাচ্ছে না পুলিশ। জঙ্গলমহলের প্রত্যন্ত প্রান্তে ঢুকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ! ঘুম উড়ে যাওয়ার জোগাড় পুরুলিয়া জেলা পুলিশের। ফলে অমিত শাহের পুরুলিয়া সফর কাটছাঁট হয়ে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবারই কলকাতা থেকে বার্তা চলে গিয়েছে দিল্লিতে। অমিত শাহের সফরসূচি বদলে ফেলার সুপারিশ করা হয়েছে।

চলতি মাসের শেষ সপ্তাহে দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। প্রথম দিন, অর্থাৎ ২৭ জুন কলকাতায় একাধিক কর্মসূচি থাকছে তাঁর, যার মধ্যে রয়েছে বাংলার বিদ্বজ্জনদের সঙ্গে বৈঠকও। দ্বিতীয় দিন, অর্থাৎ ২৮ জুন পুরুলিয়ায় যাওয়ার কথা অমিত শাহের।

পুরুলিয়ায় গিয়ে অমিত শাহ কী কী করবেন, তা চূড়ান্ত হয়ে গিয়েছিল, এমন নয়। কিন্তু ভোটের পরে যে দুই বিজেপি কর্মীর মৃত্যু পুরুলিয়ায় হয়েছে, অমিত শাহ তাঁদের বাড়িতে যাবেন বলে প্রাথমিক ভাবে স্থির হয়েছিল। বিজেপির সেই পরিকল্পনার পথে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুলিশি আপত্তি।

পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে অমিত শাহের মতো ভিভিআইপি গেলে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে, নিশ্চিত নয় পুলিশ। সর্বভারতীয় সভাপতির সফরসূচি বদলানোর জন্য তাই রাজ্য বিজেপি-কে বার বার অনুরোধ করছে জেলা পুলিশ।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার বলেন, ‘‘পুলিশ বলছে, ওই রকম প্রত্যন্ত গ্রামে অমিত শাহ গেলে অনেক সমস্যা হবে। রাস্তা কাঁচা, সরুও। অমিতজি যখন আসবেন, তত দিনে ভরপুর বর্ষাও নেমে যাবে সম্ভবত। সে ক্ষেত্রে রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ হয়ে পড়বে। অত বড় কনভয়, অত গাড়ি, অত নিরাপত্তা রক্ষী নিয়ে ওই সব গ্রামে পৌঁছনো খুব কঠিন হয়ে যাবে বলে পুলিশ মনে করছে। তাই ওঁরা আমাদের বার বার অনুরোধ করছেন, প্রত্যন্ত গ্রামে গ্রামে না গিয়ে অমিত শাহ যেন কোনও একটা জায়গাতেই নিজের কর্মসূচি সীমাবদ্ধ রাখেন।’’

আরও পড়ুন: সিবিআই চেয়ে সরব সুপুরডি

পুরুলিয়া জেলা পুলিশ বা রাজ্য পুলিশের পশ্চিম জোন এ বিষয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি এখনও দেয়নি। তবে জেলা পুলিশের এক পদস্থ কর্তা বৃহস্পতিবার বলেন, ‘‘বিজেপি-কে আমরা বলেছি বলরামপুর সদরে একটা কোনও জায়গার বন্দোবস্ত করতে, যেখানে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করতে পারবেন মৃতদের পরিজনেরা।’’ কিন্তু কেন বলরামপুর সদরে যাবেন মৃতের পরিজনরা? অমিত শাহ গ্রামে গেলে পুলিশের সমস্যা কোথায়? ওই পুলিশকর্তা বললেন, ‘‘দুলাল কুমারের গ্রামে যদি তিনি যান, তা হলে কোনও সমস্যা নেই। কিন্তু ত্রিলোচন মাহাতোর গ্রাম অনেক ভিতরে, পাকা রাস্তা থেকে অনেক দূরে।’’ ওই এলাকায় যোগাযোগ পরিকাঠামো খুব দুর্বল। অমিত শাহকে দেখতে যে পরিমাণ লোক ভিড় জমাবেন, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আরও বাইরে চলে যাবে বলে পুলিশ মনে করছে।

আরও পড়ুন: ম্যাথিউ-এর ফোনের পাসওয়ার্ড সিবিআইকে দিল না অ্যাপল

অমিত শাহের পুরুলিয়া সফরকে সুরক্ষিত রাখতে পুলিশ সব রকম ভাবে সচেষ্ট বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে। সেই কারণেই প্রত্যন্ত এলাকায় অমিত শাহের সফর নিয়ে আপত্তি করা হচ্ছে বলে পুলিশকর্তা দাবি করেছেন।

বিজেপি এই বিষয় নিয়ে পুলিশের সঙ্গে খুব বেশি দর কষাকষিতে যাচ্ছে না। রাজ্য বিজেপির সদর দফতরে বসে দিলীপ ঘোষ বৃহস্পতিবার জানিয়েছেন, বলরামপুরে একটি কেন্দ্রীয় কর্মসূচি আয়োজন করে, মৃত বিজেপি কর্মীদের পরিবারগুলিকে সেখানেই আনার কথা ভাবা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য বিজেপি নেবে না। নেবে বিজেপির দিল্লি কার্যালয়ই। তাই দিল্লির কাছেই সফরসূচি কাটছাঁটের প্রস্তাব পাঠানো হয়েছে।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দলীয় কাজে বৃহস্পতিবার দিল্লিতেই ছিলেন। অমিত শাহের সফরসূচি নিয়ে পুলিশ কী বলছে, তা সায়ন্তনকে জানানোর নির্দেশ দেন দিলীপ ঘোষ। মৃত বিজেপি কর্মীদের বাড়ি না গিয়ে, তাঁদের পরিজনদের সঙ্গে অমিত শাহ বলরামপুরেই দেখা করতে রাজি হবেন কি না, সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সায়ন্তনকে কথা বলতে বলেন রাজ্য সভাপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah BJP Police Purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE