Advertisement
০৪ মে ২০২৪
State News

বহু সম্পর্কের জেরেই কি খুন হতে হল মৌমিতাকে?

কলেজে যাবেন বলে বৃহস্পতিবার সকালে রোজকার মতোই বাড়ি থেকে বেরিয়েছিলেন আইনের ছাত্রী মৌমিতা বিশ্বাস(২২)। রাতেই তাঁর বাড়িতে খবর পৌঁছয়, কল্যাণীতে রাস্তার ধারে মৌমিতার নিথর, গুলিবিদ্ধ দেহ পাওয়া গিয়েছে।

মৌমিতা বিশ্বাস। ছবি ফেসবুক থেকে।

মৌমিতা বিশ্বাস। ছবি ফেসবুক থেকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৭
Share: Save:

কলেজে যাবেন বলে বৃহস্পতিবার সকালে রোজকার মতোই বাড়ি থেকে বেরিয়েছিলেন আইনের ছাত্রী মৌমিতা বিশ্বাস(২২)। রাতেই তাঁর বাড়িতে খবর পৌঁছয়, কল্যাণীতে রাস্তার ধারে মৌমিতার নিথর, গুলিবিদ্ধ দেহ পাওয়া গিয়েছে। পুলিশ কর্মীর মেয়ে তথা আইনের ছাত্রী মৌমিতার খুনের তদন্তে নেমে পুলিশের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে । মৌমিতার স্বামী নিখিলকে এবং বাসু নামে আর এক যুবককে জেরা করে পুলিশ সে সব তথ্য পেয়েছে। তাঁরা মৌমিতার বিরুদ্ধেই নানা অভিযোগ তুলেছেন বলে খবর। কিন্তু সে সব তথ্যের সত্যতা পুলিশ আপাতত খতিয়ে দেখছে। কারণ নিখিল এবং বাসু মৌমিতাকে অযথা বদনাম করার চেষ্টা করছেন কি না, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়।

মৃতার পারিবারের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ২০১৫-র নভেম্বরে আইনের ছাত্রী মৌমিতার বিয়ে হয় টিটাগড় থানা এলাকার বস্ত্র ব্যবসায়ী নিখিল সেনের সঙ্গে। কিন্তু মৌমিতা-নিখিলের দাম্পত্য সুখের হয়নি। মাস ছয়েক পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয় বলে মৌমিতার পরিবার পুলিশকে জানিয়েছ। মৌমিতাকে নির্যাতনের শিকার হতে হচ্ছিল বলে অভিযোগ। ফলে তিনি স্বামী ও তাঁর পরিজনদের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে খড়দহে নিজের বাড়িতে চলে আসেন।

নিখিল সেনের অবশ্য অভিযোগ, মৌমিতার একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই কারণেই তাঁদের দাম্পত্যে টানাপড়েন শুরু হয়। তাঁরা বিবাহ বিচ্ছেদের দিকে এগোচ্ছিলেন বলে নিখিল পুলিশকে জানিয়েছেন। তবে তিনি নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

মৌমিতার বাবা বিমান বিশ্বাস পুলিশ কর্মী। তিনি খড়দহ থানায় কর্মরত এবং খড়দহেই থাকেন। শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসার পর থেকে মৌমিতা বাবার সঙ্গে খড়দহেই থাকতেন। পরে কলেজে যাতায়াতের সুবিধার জন্য মৌমিতা কল্যাণীতে পেয়িং গেস্ট হিসেবে থাকতে শুরু করেন, কারণ সেখানেই তাঁর কলেজ। তবে মাঝ মাঝে মৌমিতা খড়দহের বাড়ি থেকেও কলেজ যাওয়া-আসা করতেন। বৃহস্পতিবার মৌমিতা কলেজ যাওয়ার কথা বলেই বাড়ি থেকে বেরোন। তিনি কল্যাণীতেই যে গিয়েছিলেন, সে বিষয়েও পুলিশ প্রাথমিক তদন্তের পরে নিশ্চিত। কিন্তু পুলিশের দাবি, সে দিন কলেজ বন্ধ ছিল। মৌমিতার বাবা পুলিশকে জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার বিকেলে মেয়েকে ফোন করেছিলেন। মৌমিতা জানান, তাঁর ক্লাস শেষ হয়ে গিয়েছে এবং তিনি বাড়ি ফিরছেন। কিন্তু মৌমিতা ফেরেননি। অনেক দেরি হচ্ছে দেখে বিমানবাবু মেয়েকে ফের ফোন করেন। কিন্তু ফোনে মৌমিতার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে বিমান বিশ্বাস পুলিশকে জানিয়েছেন। এর কয়েক ঘণ্টা পরই বিমানবাবুর কাছে খবর পৌঁছয় যে মৌমিতা খুন হয়েছেন।

আরও খবর: কল্যাণীতে আইনের ছাত্রীকে গুলি করে খুন, দেহ মিলল রাস্তার ধারে

পুলিশ এই খুনের ঘটনায় মৌমিতার স্বামী নিখিল সেনকে জিজ্ঞাসাবাদ করেছে। বাসু নামে আর এক যুবককেও পুলিশ জেরা করেছে বলে খবর। এই বাসুর পরিচয় বিশদে জানা যায়নি। তবে বৃহস্পতিবার মৌমিতাকে বাসুর সঙ্গে দেখা গিয়েছিল বলে পুলিশের কাছে খবর রয়েছে।

বৃহস্পতিবার রাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে মৌমিতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তিনি কল্যাণীর একটি বেসরকারি কলেজে আইনের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Moumita Biswas Law Student Shot Dead
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE