Advertisement
E-Paper

জমিদাতাদের দাবিপূরণে এ বার ময়দানে তৃণমূলও

এ যেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠে মাঠে নামা! রঘুনাথপুরে ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্পের জমিহারাদের দাবি ও সমস্যা নিয়ে দীর্ঘদিন আন্দোলনে দেখা যায়নি শাসকদলকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০১:৩৯

এ যেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠে মাঠে নামা!

রঘুনাথপুরে ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্পের জমিহারাদের দাবি ও সমস্যা নিয়ে দীর্ঘদিন আন্দোলনে দেখা যায়নি শাসকদলকে। প্রকল্পটি এনটিপিসি-কে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ার পরে অন্যান্য সংগঠন বিশেষত এসইউসি প্রভাবিত ল্যান্ড লুজারস অ্যাসোসিয়শন প্রকল্পস্থলে বিক্ষোভ, নবান্ন অভিযানের মতো কর্মসূচি শুরু করেছে। হস্তান্তর বিরোধী আন্দোলনের পুরোভাগে দেখা গিয়েছে সিপিএম বা সিটু নেতাদেরও। এচ দিনে ফের জমিহারাদের দাবি নিয়ে সরব হতে দেখা গেল তৃণমূলকে। বৃহস্পতিবার তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ডিভিসি-র ‘ঘোষিত’ জমিহারাদের কর্মসংস্থান-সহ এলাকার উন্নয়নের দাবিতে বিক্ষোভ-অবস্থান করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। তাতে সামিল হয়েছিল দলের যুব সংগঠনও।

রঘুনাথপুরে তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রটি সংস্থার আর্থিক সঙ্কটের কারণে আর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি-কে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি-র পরিচালন পর্ষদ। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়েছে ডিভিসি-র অন্দরে। পাশাপাশি প্রকল্পের দায়িত্ব নেওয়ার আগে জমিদাতাদের চাকরি-সহ অন্য সুযোগসুবিধা দেওয়ার দাবিতে সক্রিয়ভাবে মাঠে নেমেছে জমিদাতাদের একটি সংগঠনও। এ দিন আবার আইএনটিটিইউসি-র নেতৃত্বে প্রকল্পের সামনে অবস্থান করেন তৃণণূলের কর্মী-সমর্থকেরা। ছিলেন কিছু জমিদাতাও। প্রকল্প হস্তান্তরের আগে জমিদাতাদের সম্পর্কে এনটিপিসি-কে নিজের দায়িত্ব পালন করতে হবে, মূলত এই দাবিতেই এ দিনের বিক্ষোভ। কর্মসূচিতে আইএনটিটিইউসি-র পুরুলিয়া জেলা সভাপতি প্রফুল্ল মাহাতো থাকার কথা থাকলেও তিনি আসেননি। তবে, অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন ডিভিসি-র এই প্রকল্পের শ্রমিক সংগঠনের নেতা সোমনাথ মিশ্র, তৃণমূলের শ্রমিক নেতা কার্তিক বাউরি, রঘুনাথপুর ১ ব্লকের যুব তৃণমূল সভাপতি স্বপন মেহেতা প্রমুখ। তবে অবস্থানে জমায়েত বেশি হয়নি। শ্রমিক সংগঠনের ডাকে অবস্থান হলেও সে ভাবে দেখা যায়নি জমিদাতা তথা প্রকল্পে কর্মরত ঠিকা শ্রমিকদের।

এ দিন তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, এই বিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করার সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন বাম সাংসদ বাসুদেব আচারিয়া, প্রাক্তন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী জমিদাতাদের চাকরির পাশাপাশি প্রকল্পের দশ কিলোমিটার ব্যাসার্ধে সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আট বছর পরেও তার কিছুই কার্যকর হয়নি। প্রফুল্লবাবু বলেন, ‘‘ডিভিসি জমিদাতাদের জন্য তাদের ঘোষণার কিছুই কার্যকর করেনি। বর্তমানে প্রকল্পটি এনটিপিসি-কে দিতে চাইছে ডিভিসি। কিন্তু আমরা চাইছি, হয় প্রকল্প হস্তান্তরে আগে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করুক ডিভিসি অথবা প্রকল্প হাতে নেওয়ার আগে জমিদাতাদের কর্মসংস্থান, এলাকার আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিক এনটিপিসি।”

স্বপনবাবুর অভিযোগ, প্রকল্পে জমিদাতা মহিলাদের কোনও কর্মসংস্থানই হয়নি। যদিও তৃণমূলের এই দাবিগুলি নতুন কিছু নয়। এই ধরনের দাবি আগেই তুলেছে জমিহারাদের অন্য সংগঠনটি।

DVC agitation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy