Advertisement
২১ মে ২০২৪

জল নেই কয়েক মাস, ঝালদায় অবরোধ

পানীয় জলের দাবিতে পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধ করলেন ঝালদার বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ ঝালদার নামোপাড়া এলাকায় ঝালদার ১০ নম্বর ওয়ার্ডের কুইরিপাড়ার বাসিন্দারা হাঁড়ি, কলসি ও বালতি নিয়ে রাস্তা অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, টানা তিন-চার মাস ধরে এলাকায় পানীয় জল মিলছে না।

নিজস্ব সংবাদদাতা
ঝালদা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০১:১৩
Share: Save:

পানীয় জলের দাবিতে পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধ করলেন ঝালদার বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ ঝালদার নামোপাড়া এলাকায় ঝালদার ১০ নম্বর ওয়ার্ডের কুইরিপাড়ার বাসিন্দারা হাঁড়ি, কলসি ও বালতি নিয়ে রাস্তা অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, টানা তিন-চার মাস ধরে এলাকায় পানীয় জল মিলছে না। বিজয় কুইরি, রাজীব কুইরিরা বলেন, ‘‘পুরসভাকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি।’’ দু’দিন আগে তাঁরা পুরসভাকে হুঁশিয়ারি গিয়ে বলেছিলেন, দু’দিনের মধ্যে জল না মিললে তাঁরা আন্দোলনে নামবেন। সেই মতো এ দিন সকালে অফিসের ব্যস্ত সময়ে অবরোধ করায় পুরুলিয়া-রাঁচি সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। শুরু হয় যানজট। পুলিশ এলেও অবরোধকারীরা সরতে চাননি। খবর পেয়ে ঝালদার উপপুরপ্রধান মহেন্দ্র কুমার রুংটা সেখানে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলার পরে অবরোধ ওঠে। মহেন্দ্রবাবু জানান, পানীয় জল সরবরাহের দায়িত্ব পুরসভা পালন করে না। এটি দেখভাল করে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ। ১০ নম্বর ওয়ার্ডের পানীয় জলের সমস্যার কথা তাঁরা ওই দফতরকে জানাবেন, যাতে দ্রুত সমাধান করা যায়। একই সঙ্গে তিনি বলেন, ‘‘ওই দফতর পুরসভার কাছ থেকে জল সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ বাবদ টাকা পাবে। টাকা বকেয়া থাকার কারণে তারা পানীয় জল সরবরাহের দায়িত্ব নিতে চাইছে না। অথচ এই অর্থ জনস্বাস্থ্য ও কারিগরি দফতরেরই দেওয়ার কথা। এই বিষয়টি রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও জানানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

agitation drinking water
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE