Advertisement
২০ মে ২০২৪

প্রার্থীকে হুমকি, ঘেরাও থানা

ভোটের মুখেই সরিয়ে দেওয়া হয়েছে জেলার একঝাঁক পুলিশ অফিসারকে। যাঁদের বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার ভুরি ভূুরি অভিযোগ ছিল। এ বার লড়াই থেকে সরে না দাঁড়ালে বিরোধী প্রার্থীকে ধর্ষণ-ডাকাতির মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। প্রতিবাদে থানা ঘেরাও করলেন শ’দেড়েক কংগ্রেসের কর্মী-সমর্থক।

সাঁইথিয়া শহরে শুক্রবার প্রচারে বিজেপি প্রার্থী পিয়া সাহা। —নিজস্ব চিত্র।

সাঁইথিয়া শহরে শুক্রবার প্রচারে বিজেপি প্রার্থী পিয়া সাহা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মুরারই শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০১:৩৫
Share: Save:

ভোটের মুখেই সরিয়ে দেওয়া হয়েছে জেলার একঝাঁক পুলিশ অফিসারকে। যাঁদের বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার ভুরি ভূুরি অভিযোগ ছিল। এ বার লড়াই থেকে সরে না দাঁড়ালে বিরোধী প্রার্থীকে ধর্ষণ-ডাকাতির মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। প্রতিবাদে থানা ঘেরাও করলেন শ’দেড়েক কংগ্রেসের কর্মী-সমর্থক।

শুক্রবার রাতে মুরারই থানা র ঘটনা। মুরারইয়ের জোটপ্রার্থী কংগ্রেসের আলি মোর্তাজা খানের দাবি, এ দিন সন্ধ্যায় তিনি মুরারই থানার বাঁশলৈ গ্রামের একটি ঘটনার বিষয়ে খোঁজ নিতে মুরারই থানায় গিয়েছিলেন। তাঁর অভিযোগ, ‘‘থানার মেজবাবু গৌতম চট্টোপাধ্যায় আমাকে টাকা নিয়ে নির্বাচনের ময়দান থেকে সরে যেতে বলেন। আর তা না করলে তিনি আমাকে ডাকাতি না হয় ধর্ষণের মামলা দিয়ে গ্রেফতার করার হুমকি দেন।” তাঁর আরও অভিযোগ, গৌতমবাবু সিভিক ভলান্টিয়ারদের তৃণমূলের হয়ে ভোট প্রচার করতেও চাপ দিচ্ছেন।

ওই সব অভিযোগ তুলে রাতেই তৃণমূলের দালালি করার অভিযোগ তুলে গৌতমবাবুর বদলির দাবিতে থানা ঘেরাও শুরু করে কংগ্রেস। পরে ওসি-কে তাঁরা একটি লিখিত অভিযোগও জমা দেন। এ ব্যাপারে কমিশনেরও দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন কংগ্রেস প্রার্থী। গৌতমবাবু যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, ‘‘এ রকম কোনও ঘটনাই ঘটেনি।’’ প্রতিক্রিয়া দেননি মুরারই থানার ওসি পার্থসারথি মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 candidate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE