Advertisement
০৮ মে ২০২৪

টোটোর ধাক্কায় পিছোল প্রশাসন

যানজট মুক্ত করতে, সিউড়ি শহরে টোটো চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা ও জেলা প্রাশাসন। ঠিক হয়েছিল, শহরের মূল রাস্তায় দিনের ব্যস্ত সময়ে কোনও টোটো চলাচাল করবে না।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ০২:১৬
Share: Save:

সাত ঘন্টা নয় মূল রাস্তায় টোটো চালাচল নিয়ন্ত্রিত হবে মাত্র সাড়ে তিন ঘন্টাই। সোমবার সর্বপক্ষকে নিয়ে বৈঠকের পরে এমন নমনীয়তাই দেখাল প্রশাসন।

যানজট মুক্ত করতে, সিউড়ি শহরে টোটো চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা ও জেলা প্রাশাসন। ঠিক হয়েছিল, শহরের মূল রাস্তায় দিনের ব্যস্ত সময়ে কোনও টোটো চলাচাল করবে না। নিয়ন্ত্রিত হবে শহরের বাইরে থেকে আসা টোটোগুলিও। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দু’ দিনের মাথায়, রবিবার সেটা পুনর্বিবেচনার দাবি তুলল তৃণমূলের প্রভাবিত টোটো, অটো ইউনিয়ন। সোমবার সব পক্ষকে নিয়ে এ ব্যাপারে বৈঠক শেষে মহকুমাশাসক (সিউড়ি সদর মহকুমা) কৌশিক সিংহ বলেন, ‘‘দাবি মেনে মূল রাস্তায় টোটো চলাচলের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করা হয়েছে। যদিও প্রশাসনের এই পিছু হটাকে পুরোপুরি সমর্থন করতে পারেনি বাসমালিক সমিতি।’’

জেলা সদর সিউড়িতে যান নিয়ন্ত্রণে ইতিমধ্যেই সিগনালিং ব্যবস্থা চালু হয়েছে। পথনিরাপত্তা জোরদার করতে এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য চলছে প্রয়োজনীয় নজরদারি। কিন্তু শহরের রাস্তা জুড়ে চলাচলকারি শয়ে শয়ে টোটো যানজট মুক্তির প্রধান অন্তরায়। ঘটনা হল, শহরে ২২০০ টোটো রয়েছে। তার মধ্যে নথিভুক্ত টোটোর সংখ্যা কমবেশি ৮০০। সেই কারণেই দিন কয়েক আগে পুরসভা, পুলিশ, টোটো ইউনিয়ন সঙ্গে বৈঠক করেই দিনের ব্যস্ত সময় যানজট আটাকাতে টোটো নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন।

ঠিক হয়েছিল, দিনের সবচেযে ব্যস্ত সময় সকাল ৯-১২টা এবং বিকাল ৩-৭টা পর্যন্ত শহরের মূল রাস্তায় কোনও টোটো চলাচল করবে না। এবং গ্রাম অঞ্চল থেকে শহরে টোটো অটো ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়। শুক্রবারই সেটা মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত বদলে ঠিক হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা এবং বিকাল সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্তই নিয়ন্ত্রিত হবে টোটোগুলি। তৃণমূল প্রভাবিত অটো টোটো ইউনিয়নের সভাপতি শেখ হুমায়ন বলেন, ‘‘আমরাও চাই শহর যানজট মুক্ত থাক কিন্তু দিনের ৭ ঘন্টা টোটো বন্ধ করলে, এবং কখন ভাড়া পাবেন চালকেরা। এ দিনের সিদ্ধান্তে খুশি আমরা।’’ অন্যদিকে বাসমালিক সমিতির পক্ষে জানানো হয়েছে, প্রশাসনের হিসাবেই অবৈধ টোটোই সতেরেশো। এত টোটো রাস্তায় থাকলে আর যানজট মুক্ত শহর কীভাবে।

একটি বাসমালিক সংগঠনের সভাপতি আবদুল আজিম বলছেন, ‘‘শুধু যানজটই নয় এত সংখ্যক টোটো বাসরুটে যাত্রী নিয়ে গেলে বাস পরিষোবাই বন্ধ করতে হবে একদিন।’’ মহকুমাশাসক অবশ্য বলছেন, ‘‘এতদিন কোনও নিয়ন্ত্রণই ছিল এটা প্রথম ধাপ মাত্র। তারপর ধাপে ধাপে আরও পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া শহরে থেকে বাসরুটে যাত্রী নিয়ে যাতায়াত নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত এ দিনই নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE