Advertisement
E-Paper

হামলায় অভিযোগ দায়ের বিজেপির

বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবসে খাতড়ার একটি লজের হল ঘরে দিলীপ সভা করেন। তার জন্য বুধবারই সন্ধ্যায় তিনি খাতড়ায় চলে আসেন। রাতে খাতড়ার জলডোগরা এলাকায় এক দলীয় কর্মীর বাড়িতে খাওয়াদাওয়া সেরে ফেরার সময়ে তাঁর উপরে হামলা ও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এ দিনের সভায় দিলীপ বলেন, ‘‘আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজেপি বাড়ছে বলেই মারধর।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০২:১৬
এই সেই গাড়ি। নিজস্ব চিত্র

এই সেই গাড়ি। নিজস্ব চিত্র

আগের রাতে গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার বাঁকুড়ার খাতড়ার সভায় সেই ঘটনার জন্য শাসকদলের দিকে আঙুল তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এ দিন খাতড়া থানায় দলের খাতড়া দক্ষিণ মণ্ডলের সভাপতি মৃন্ময় মাহাতো একটি অভিযোগ দায়ের করেন। সেখানে খাতড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা জেলা তৃণমূল নেতা জয়ন্ত মিত্রের প্ররোচনায় ছ’জন দিলীপের গাড়িতে হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে। যদিও জয়ন্ত বলছেন, ‘‘রাজনৈতিক স্বার্থে বিজেপি মিথ্যা অভিযোগ তুলছে আমাদের বিরুদ্ধে।’’ এ দিন সমবায় ভবনের উদ্বোধন করতে বাঁকুড়ায় এসেছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। দিলীপের গাড়িতে হামলার ব্যাপারে তিনিও বলেন, ‘‘ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’’ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে।

বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবসে খাতড়ার একটি লজের হল ঘরে দিলীপ সভা করেন। তার জন্য বুধবারই সন্ধ্যায় তিনি খাতড়ায় চলে আসেন। রাতে খাতড়ার জলডোগরা এলাকায় এক দলীয় কর্মীর বাড়িতে খাওয়াদাওয়া সেরে ফেরার সময়ে তাঁর উপরে হামলা ও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এ দিনের সভায় দিলীপ বলেন, ‘‘আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজেপি বাড়ছে বলেই মারধর।’’

কিন্তু জেলায় বিরোধী দলের জনপ্রতিনিধিদের দল বদলে তৃণমূলে যাওয়ার হিড়িক বন্ধ হচ্ছে না। তার জেরে পঞ্চায়েত ভোটে জেলায় বিজেপি আটটি গ্রামপঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেলেও বোর্ড গড়তে পারবে কি না, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সভা থেকে বেরনোর পথে দিলীপ অবশ্য বলেন, ‘‘যেগুলিতে জিতেছি সেগুলিতে তো বোর্ড গড়বই, এ ছাড়া যে পঞ্চায়েতগুলি ত্রিশঙ্কু হয়ে ঝুলে রয়েছে সেগুলিতেও আমরাই বোর্ড গড়ব।”

সভায় দিলীপ বলেন, ‘‘এই রাজ্যের আদিবাসীরা বঞ্চিত। তাঁদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এলাকায় কাজ না পেয়ে ছুটতে হচ্ছে ঝাড়খণ্ডে। নষ্ট করা হচ্ছে আদিবাসীদের সংস্কৃতি।” তাঁর কটাক্ষ, “অলচিকি হরফের স্কুল খোলা হয়েছে। কিন্তু শিক্ষক নিয়োগ হয়নি। রাজ্য সরকার দু’টাকা কেজি দরে চাল দিয়ে ভাবছে সব কিনে নিয়েছে।’’ সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা সুভাষ সরকার, বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র, এসটি মোর্চার বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি গুরুদাস হেমব্রম, বাঁকুড়া পুরসভার কাউন্সিলর নীলাদ্রিশেখর দানা প্রমুখ। অন্য দিকে, দিলীপের গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে এ দিন ওন্দা, গঙ্গাজলঘাটি-সহ কয়েকটি জায়গায় প্রতীকী পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। বাঁকু়ড়া শহরে একটি ধিক্কার মিছিল হয়।

FIR Attack Dilip Ghosh BJP TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy