মাটির দেওয়াল। খড়ের চাল। ঘর দু’টি। বাড়ি বলতে এ টুকুই। সেই বাড়িতেই থাকে দু’টি পরিবার। একদিকে থাকেন অজিত ভল্লা। অন্য দিকে তাঁর ভাই রঞ্জিত।
ময়ূরেশ্বরের ঝলকা গ্রামের বাসিন্দা অজিতবাবুর স্ত্রী সাগরিকাদেবী ২০০৮-১৩ সাল পর্যন্ত ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ ছিলেন। তখন তৃণমূল, বিজেপির সদস্যরা হাত মিলিয়ে পঞ্চায়েত পরিচালনা করেছিলেন। এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপক তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি তৈরির অনুদান পাননি বলে অভিযোগ সাগরিকাদেবীর। তাঁর ক্ষোভ, ‘‘আমরা বিজেপি করি বলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও বাড়ি তৈরির অনুদান আটকে দেওয়া হয়েছে। বর্ষা তো বটেই, বছরের বেশির ভাগ সময় ঘরের মেঝে স্যাঁতস্যাতে হয়ে থাকে মেঝের উপরে চট পেতে বসলে পোশাক ভিজে যায়। সারা বছরই নানা অসুখ বিসুখে ভুগতে হয়।’’
একই অভিযোগ ওই গ্রামের হরি মণ্ডলেরও। বিজেপির ময়ূরেশ্বর (বি) মণ্ডল কমিটির সভাপতি হরি উলকুন্ডা পঞ্চায়েতে ১০ বছর বিজেপির নির্বাচিত সদস্য ছিলেন । তার মধ্যে ৫ বছর তৃণমূল-বিজেপি সদস্যদের একযোগে পরিচালিত পঞ্চায়েতের সদস্য ছিলেন। ওই সময় পঞ্চায়েতের অন্যতম সদস্য ছিলেন বর্তমান পঞ্চায়েত প্রধান সামসুর আলম মল্লিক। হরিবাবুর অভিযোগ, ‘‘আমরা মাটির বাড়িতে বাস করি। নিজেদের বাড়ি তৈরির ক্ষমতা নেই। পঞ্চায়েতে কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও আমি অনুদান পাইনি। অথচ শাসকদল তালিকার পিছনে থাকা দলীয় কর্মী সমর্থকদের বেছে বেছে অনুদান পাইয়ে দিচ্ছে।’’