Advertisement
০৮ মে ২০২৪

প্রার্থীর সামনেই ক্ষোভ

বিজেপি প্রার্থীর সামনেই তাঁকে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করার দাবি তুলে বিক্ষোভ দেখালেন দলের কর্মীরা। রবিবার বিষ্ণুপুরের রূপকথা সিনেমা হলে বিজেপির কর্মিসভায় বিক্ষোভের মুখে পড়ে নেতারা রণেভঙ্গ দেন।

লক্ষ্যের দিকে। মানভূম ক্রিড়া সংস্থার ময়দানে। —নিজস্ব চিত্র

লক্ষ্যের দিকে। মানভূম ক্রিড়া সংস্থার ময়দানে। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুর শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০২:০৪
Share: Save:

বিজেপি প্রার্থীর সামনেই তাঁকে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করার দাবি তুলে বিক্ষোভ দেখালেন দলের কর্মীরা। রবিবার বিষ্ণুপুরের রূপকথা সিনেমা হলে বিজেপির কর্মিসভায় বিক্ষোভের মুখে পড়ে নেতারা রণেভঙ্গ দেন।

বাঁকুড়ায় জেলা বিজেপির গত কয়েকমাস ধরে দলের নেতা-কর্মীদের ক্ষোভে নাজেহাল অবস্থা। কোথাও জেলা সভাপতি না পসন্দ বলে এক ঝাঁক জেলা নেতা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভায় গরহাজির থাকছেন। কোথাও বিক্ষোভে পড়ে খোদ রাজ্য সভাপতিকে জেলা নেতাদের একাংশের অসহযোগিতার কথা তুলে আক্ষেপ করতে শোনা গিয়েছে। ‌এ ছাড়া জেলা সভাপতি পরিবর্তনের দাবিতে ভোটের কর্মিসভাতেও বিক্ষোভ চলছেই। এর মধ্যে জেলা বিজেপির অস্বস্তির সর্বশেষ সংযোজন এ দিনের বিষ্ণুপুরের কর্মিসভা।

সম্প্রতি বিজেপি রাজ্যের কয়েকটি আসনের সঙ্গে বিষ্ণুপুরেও বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন নন্দদুলাল বন্দ্যোপাধ্যায়। দলের বিক্ষুব্ধ কর্মীদের দাবি, ‘‘গত পুরসভা নির্বাচনে নন্দদুলালবাবু নিজের ওয়ার্ডেই জিততে পারেননি। তাহলে কোন যুক্তিতে তাঁকে এ বার বিধানসভার প্রার্থী করা হল। এতে দলের সুনাম নষ্ট হবে। অবিলম্বে ওই প্রার্থীকে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করার দাবি তুলেছেন তাঁরা।

এ দিন কর্মিসভা চলাকালীন এই দাবিতে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির বিষ্ণুপুর জেলা সাংগঠনিক সভাপতি স্বপন ঘোষ। তাঁর পাশে ছিলেন নন্দদুলালবাবু। বিক্ষুব্ধরা প্রশ্ন ছোঁড়েন— ‘‘দলকে হারানোর জন্যই কি ইচ্ছে করে এই নাম পাঠানো হল?’’ এই বিক্ষোভ নিয়ে কর্মিসভায় হুড়োহুড়ি পড়ে যায়। বিষয়টি দেখার আশ্বাস দিয়ে তড়িঘড়ি কর্মিসভা ছাড়েন স্বপনবাবু এবং নন্দবাবু। বিক্ষোভকারীদের পক্ষে দলের কর্মী পার্থ রক্ষিত, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, চন্দন দে অভিযোগ করেন, ‘‘সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বেশ কয়েকজন দলীয় কর্মীর নাম আমরা বিধানসভার সম্ভাব্য প্রার্থী হিসেবে ঠিক করেছিলাম। সেই সব নাম না পাঠিয়ে গত পুরসভায় পরাজিত নন্দবাবুর নাম ইচ্ছে করেই পাঠিয়েছেন জেলা নেতৃত্ব। আমরা ওই নাম মানছি না।’’ আজ সোমবার কলকাতায় গিয়ে তাঁরা রাজ্য কমিটির কাছে আপত্তির কথা জানাবেন বলে ঘোষণা করেছেন। স্বপনবাবু বিক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি দাবি করেছেন, ‘‘আমাকে কোনও হেনস্থা করা হয়নি। এ দিন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের কর্মিসভায় প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন কিছু কর্মী। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানাব।’’ তবে এই নিয়ে মন্তব্য পাওয়া যায়নি নন্দদুলালবাবু। বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP candidate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE