Advertisement
০৬ মে ২০২৪
উত্তেজনা বোলপুরের মহিদাপুরে

রাস্তা সংস্কার নিয়ে বিবাদে বোমাবাজি

শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে বোলপুরের রাইপুর-সুপুর পঞ্চায়েতের মহিদাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের মল্লিকপাড়ার একটি রাস্তা এবং লাগোয়া ড্রেনের সংস্কার ঘিরে ওই পাড়ার ঝামেলা দীর্ঘ দিনের।

এই রাস্তা নিয়েই দ্বন্দ্ব। নিজস্ব চিত্র

এই রাস্তা নিয়েই দ্বন্দ্ব। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ০১:৫৯
Share: Save:

রাস্তা তৈরি ও নিকাশি নালার জল ছাড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদে উত্তপ্ত হল বোলপুরের মহিদাপুর। শুরুতে দুই প্রতিবেশীর বিবাদ থাকলেও পরে তাতে লাগে রাজনীতির রং। স্থানীয়দের দাবি, গোলমালের নেপথ্যে রয়েছে তৃণমূলেরই দু’টি গোষ্ঠী। তা মানতে না চেয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির ইন্ধনেই এই গোলমাল। অভিযোগ উড়িয়েছে বিজেপি। তবে সকলেই একে অপরের বিরুদ্ধে বোমাবাজি, গাড়ি-বাড়ি ভাঙচুর, লুটপাট এবং মহিলাদের মারধরের অভিযোগ তুলেছে। গোলমালের আশঙ্কায় এলাকায় পুলিশি টহল চলছে। যদিও শুক্রবার রাত পর্যন্ত কোনও পক্ষই লিখিত অভিযোগ করেনি।

শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে বোলপুরের রাইপুর-সুপুর পঞ্চায়েতের মহিদাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের মল্লিকপাড়ার একটি রাস্তা এবং লাগোয়া ড্রেনের সংস্কার ঘিরে ওই পাড়ার ঝামেলা দীর্ঘ দিনের। এলাকার অনেকের অভিযোগ, তৃণমূলের স্থানীয় এক নেতার মদতে ওই রাস্তা তৈরি এবং নালা সংস্কারে বাধা দিচ্ছে হাতে গোনা কয়েক জন। এলাকার বাসিন্দা সামিরুল মোল্লা জানান, তাঁর পাড়াতুতো কাকা আলার মোল্লার সঙ্গে রাস্তা এবং ড্রেন নিয়ে ওই পাড়ারই বাসিন্দা সবুর মোল্লা ও মুরে শেখের এ দিন কাটাকাটি হয়। কিছু বুঝে ওঠার আগেই এলাকার তৃণমূল নেতা জানেরুল মল্লিকের নেতৃত্বে সবুর মোল্লা, রকিব শেখ, ভাসান মণ্ডলেরা বোমাবাজি করে। বাড়িতে ঢুকে ভাঙচুর, লুটপাট চালায়। রয়েছে গাড়ি ভাঙচুরের অভিযোগও।

স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, ওই হামলার মাঝে জখম হয়েছেন অন্তস্বত্ত্বা বধূ টুসু বেগম। দিন কয়েক আগে সদ্যোজাত শিশুকে নিয়ে মল্লিকপাড়ায় বাপের বাড়ি এসেছেন রেজিনা বিবি। এ দিন তিনি এবং পাশের বাড়ির বৃদ্ধা বেগনা বিবিও আক্রান্ত হয়েছেন। সামিরুল মোল্লা, আলার মোল্লার আরও অভিযোগ, ‘‘জানেরুল মল্লিকের স্ত্রী কলেজা বেগম রাইপুর-সুপুর পঞ্চায়েতের ওই গ্রাম থেকে নির্বাচিত প্রতিনিধি। সেই জানেরুলই গত দু’বছর ধরে ওই রাস্তা সংস্কার এবং ড্রেন তৈরিতে বাধা দিচ্ছে।’’ তার ফলে রাস্তায় জল জমছে। এ দিন তার প্রতিবাদ করতেই হামলা করেছে তৃণমূল নেতা এবং তাঁদের আশ্রিত ওই দুষ্কৃতীরা।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি তৃণমূল নেতা জানেরুল। তাঁর পাল্টা দাবি, ‘‘এলাকায় দু’এক জন নিজেদের বিজেপি কর্মী দাবি করে এলাকায় অশান্তি করছে বলে খবর পেয়েছি। তা ছাড়া পঞ্চায়েতের পক্ষ থেকে আমরাই তো সংস্কার করতে চেয়েছি। বাধা দেব কেন?’’ পাল্টা হামলা, মারধরের অভিযোগ তুলেছেন তিনিও। পুলিশ জানিয়েছে, এখন পযন্ত কেউ অভিযোগ জানায়নি। মারপিটে উভয়পক্ষের পাঁচ জন জখম হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসার পরে সকলকেই ছেড়ে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bombing Road reform বোলপুর unrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE