Advertisement
১৯ মে ২০২৪

পৌষমেলায় চাইল্ড কর্নার

শুধু ঘোষণা বা আলোচনাই নয়— পাকাপাকি ভাবে পৌষ মেলাকে শিশুবান্ধব করা নিয়ে এ বার মাঠে নামল প্রশাসন।এই বারের মেলায়, পাঁচ হাজার বর্গ ফুট এলাকা জুড়ে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ০১:২২
Share: Save:

শুধু ঘোষণা বা আলোচনাই নয়— পাকাপাকি ভাবে পৌষ মেলাকে শিশুবান্ধব করা নিয়ে এ বার মাঠে নামল প্রশাসন।

এই বারের মেলায়, পাঁচ হাজার বর্গ ফুট এলাকা জুড়ে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। পাঁচ হাজার বর্গফুটের ওই চাইল্ড কর্নারে থাকছে আনন্দানুষ্ঠান, খেলাধুলোর পাশাপাশি শিশু ও মায়েদের জন্য নানা আয়োজন। শনিবার বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে, বোলপুর মহকুমাশাসকের দফতরের সভাকক্ষে সংশ্লিষ্ট সব স্তরকে নিয়ে আলোচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিংহ বলেন, “শিশু অধিকার বিষয়ক জাতীয় কমিশন এবং রাজ্য কমিশনের নির্দেশে এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই বার পৌষ মেলাকে শিশু বান্ধব মেলা করা হচ্ছে। তার জন্য প্রয়োজনীয়ও যা যা করনীয় সেই নিয়ে আলোচনা হয়েছে। পাঁচ হাজার বর্গফুট এলাকা নিয়ে থাকছে চাইল্ড কর্নার। শিশুদের সার্বিক ব্যবস্থা থাকবে ওখানে।”

বোলপুর মহকুমা প্রশাসন ও বিশ্বভারতীর সূত্রে খবর, ইতিমধ্যেই স্টল বিলি কমিটির আহ্বায়ক গৌতম সাহা এবং শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষে অনিল কোনারকে নিয়ে এ দিন ঘণ্টা খানেক বৈঠক করেন বোলপুরে মহকুমা শাসক শম্পা হাজরা এবং এসডিপিও অম্লান কুসুম ঘোষ। ওই বৈঠকে আইসিডিএস জেলা প্রকল্প আধিকারিক অরিন্দম ভাদুড়ি, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম বাবু, চাইল্ড লাইনের লোকজন-সহ সংশ্লিষ্ট সব স্তরের সঙ্গে আলোচনা হয় সবিস্তারে। আলোচনায় শিশুদের জন্য বিশেষ শৌচাগার, দোলনা, নাচগানের জন্য অনুষ্ঠান মঞ্চ, বিভিন্ন প্রতিযোগিতা ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নিয়ে কথা হয়েছে। সাতটি স্টল থাকছে ওই চাইল্ড কর্নারে। রয়েছে বিশেষ ভাবে প্রশিক্ষিত ৬০ জন স্বেচ্ছাসেবী। আবার জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে স্টেশন, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন মোড়ে মোড়ে শিশুদের হাতে ব্যান্ড পরানোর ব্যবস্থা থাকছে। মেলায় বিশেষ ভাবে নজরদারি থাকবে, শিশুশ্রম রোখার বিষয়ে। শিশু হারিয়ে যাওয়া বা শিশু পাচার রুখতে উপযুক্ত নজরদারি-সহ বিশেষ ব্যবস্থা থাকছে মেলায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Poush Mela 2016 Child corner
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE