Advertisement
১৭ মে ২০২৪

পুরুলিয়ার জলসঙ্কটে মমতার ওষুধ

আগামী দেড় বছরের মধ্যে পুরুলিয়ায় জল সমস্যা মেটাতে চাইছে রাজ্য সরকার। বৃহস্পতিবার পুরুলিয়া মফস্সল থানার বেলকুঁড়ি হাট ময়দানের প্রশাসনিক সভায় এমনই আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০১:৫৮
Share: Save:

আগামী দেড় বছরের মধ্যে পুরুলিয়ায় জল সমস্যা মেটাতে চাইছে রাজ্য সরকার। বৃহস্পতিবার পুরুলিয়া মফস্সল থানার বেলকুঁড়ি হাট ময়দানের প্রশাসনিক সভায় এমনই আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘‘পুরুলিয়া জেলায় জলের সমস্যা কাটাতে ১২০০ কোটি টাকার একটা প্রকল্প আমরা নিয়েছি। আগামী দেড় বছরের মধ্যে জাপানের সংস্থা জাইকা যাতে এই কাজটা শেষ করতে পারে, সেই চেষ্টা চলছে।’’

তবে মাঝ চৈত্রেই যে পুরুলিয়া শহর এবং গ্রামাঞ্চলে জলের সঙ্কট শুরু হয়ে গিয়েছে, বুধবার সে খবর তাঁর কাছে পৌঁছে গিয়েছে। তাই এ দিন পুরুলিয়াবাসীর জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘যতদিন পর্যন্ত ওই প্রকল্পের জল না আসছে, ততদিনের জন্য আমরা ঠিক করেছি জরুরি ভিত্তিতে কিছু কিছু জল মিউনিসিপ্যালিটি বা গ্রামীণ এলাকায় দেব। ট্যাঙ্কের মাধ্যমে পুরুলিয়া পুরসভা যাতে জল সাপ্লাই করতে পারে সে জন্য ৫২ লক্ষ টাকা আজকে দেওয়া হল। পুরুলিয়া পুরসভার জন্য পঞ্চাশটি জলের ট্যাঙ্ক মঞ্জুর করা হল।’’ তিনি জানান, পুরুলিয়া পুরসভার দৈনিক জলের সরবরাহ ৪৫ লক্ষ লিটার থেকে বাড়িয়ে ৮৫ লক্ষ লিটার করা হয়েছে। তেলেডি ও শিমুলিয়ায় অতিরিক্ত সাতটি রিভারবেড টিউবওয়েল স্থাপন করেছে।

ঝালদা ও রঘুনাথপুর পুরসভাও মমতার মমতা থেকে বাদ পড়েনি। তিনি বলেন, ‘‘ঝালদা ও রঘুনাথপুর পুরসভাকেও নতুন করে আরও ১৫ লক্ষ টাকা করে দেওয়া হল। রঘুনাথপুরে জল সরবরাহ চালু হওয়ার ফলে মানুষের সমস্যার অনেকটা সমাধান হয়েছে। পাঞ্চেতের জল রঘুনাথপুর এসে গেলে, পরে তা পুরুলিয়ার দিকে নিয়ে আসা হবে। তখন আপনাদের আরও সুবিধা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Water Crisis CM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE