Advertisement
১৬ মে ২০২৪

অবহেলায় রোগী-মৃত্যুর অভিযোগ

চিকিৎসার অবহেলায় রোগী-মৃত্যুর অভিযোগ উঠেছে পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বুধবার সকালে ওই হাসপাতালে মারা যান বৈদ্যনাথ চট্টোপাধ্যায় নামে ওই রোগী।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০২:০৩
Share: Save:

চিকিৎসার অবহেলায় রোগী-মৃত্যুর অভিযোগ উঠেছে পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বুধবার সকালে ওই হাসপাতালে মারা যান বৈদ্যনাথ চট্টোপাধ্যায় নামে ওই রোগী। বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও গ্রামবাসীর একাংশ। খবর পেয়ে হাসপাতালে যায় রঘুনাথপুর থানার পুলিশ। তবে, বড় কোনও গোলমাল হয়নি হাসপাতালে।

মৃত বৈদ্যনাথবাবুর ছেলে রঞ্জিত চট্টোপাধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁর দাবি, হাসপাতালে ভর্তি করার পর থেকে তাঁর বাবাকে পরীক্ষা করে দেখেননি কোনও চিকিতসক। কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তাঁর। মহকুমাশাসক (রঘুনাথপুর) দেবময় চট্টোপাধ্যায় বলেন, ‘‘রোগীর আত্মীয়ের কাছে থেকে অভিযোগ পাওয়ার পরেই হাসপাতালের সুপারের কাছে ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। কেন কোনও চিকিৎসক ওই রোগীকে দেখেননি, আদৌ হাসপাতাল থেকে চিকিৎসককে কল দেওয়া হয়েছিল কিনা কিংবা ডাকা হলেও চিকিৎসক আসেননি কিনা—এই সব বিষয়ে বিশদে রিপোর্ট চাওয়া হয়েছে।”

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর থানার নন্দুকার বাগমানমি গ্রামের বাসিন্দা বৈদ্যনাথবাবুকে (৬৪) মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ শ্বাসকষ্ট নিয়ে রঘুনাথপুরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক দেখে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করতে বলেন। রঞ্জিতের অভিযোগ, ভর্তি করানোর পরে অক্সিজেন দেওয়া হলেও তাঁর বাবার অবস্থার উন্নতি হয়নি। তাঁরা বারবার মেডিসিন ওয়ার্ডে থাকা নার্সদের কোনও ডাক্তারকে দেখাতে বলেছিলেন। ডাক্তারকে কল দেওয়া হয়েছে বলে নার্সরা দাবি করলেও বাস্তবে কেউ আসেননি। রঞ্জিত বলেন, ‘‘ডাক্তার আসছেন না দেখে আমরা ছুটি জরুরি বিভাগে। সেখানকার ডাক্তারকে আবার দেখার জন্য বললেও তিনি জানান, রোগী একবার ভর্তি হয়ে যাওয়ার পরে তাঁকে ওই বিভাগের কোনও চিকিৎসক দেখবেন।’’

নার্স থেকে ইমার্জেন্সির ডাক্তার, সকলকে বারবার অনুরোধ করার পরেও সারা রাত বিনা চিকিৎসায় পড়েছিলেন মুমূর্ষু বৈদ্যনাথবাবু—অভিযোগ রঞ্জিতের। এই অভিযোগের সদুত্তর মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কয়েক বার ফোন করা হলেও তিনি ধরেননি। হাসপাতালের অন্য এক কর্তা বলেন, ‘‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। আমরা তদন্ত করে দেখছি, ঠিক কী হয়েছে।’’

ঘটনা হল, রঘুনাথপুর মহকুমা হাসপাতালকে সুপার স্পেশ্যালিটিতে উন্নীত করা হলেও এখানে চিকিৎসকের অভাব আছে বলে প্রায়ই অভিযোগ তুলছেন রোগীরা। কয়েকটি ক্ষেত্রে রোগী ভর্তি হওয়ার দীর্ঘক্ষণ পরে চিকিৎসক রোগীকে দেখছেন, এই মর্মে অভিযোগ উঠেছে। তবে, এটা শুধু রঘনাথপুরের সমস্যা নয়। রাজ্যের অনেক সুপার স্পেশ্যালিটি হাসপাতালেই ডাক্তারের অভাব রয়েছে বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Complaint negligence patient death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE