গ্রামে কালী পুজোর পর দিন একটি জলসা চলাকালীন বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে সংঘাতে জড়াল তৃণমূল ও বিজেপি। বিজেপির অভিযোগ, তাদের এক সমর্থকের বাড়িতে বোমাবাজি, মারধর, লুঠপাঠ চালিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার সকালে ঘটনা সিউড়ি ২ ব্লকের কোমা-জানুরি গ্রামের। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি নির্ভেজাল একটি গ্রাম্য বিবাদকে রাজনৈতিক রঙ চাড়ানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে মঙ্গলবার জাহ্নবী কালী পুজো ছিল। গ্রামে আলোকসজ্জা ছিল। বুধবার রাতে ছিল জলসা। সেই সময় হঠাৎ-ই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া নিয়ে দু’পক্ষের বচসা মারপিঠের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালেও সেই জের অব্যাহত থাকে। বৃন্দাবন ডোম নামে গ্রামেরই এক বাসিন্দার বাড়িতে বোমবাজি হয় বলে অভিযোগ। তৃণমূলের সিউড়ি ২ ব্লকের সভাপতি নরুল ইসলাম বলছেন, ‘‘এটা একেবারেই গ্রাম্য বিবাদ এর সঙ্গে রাজনৈতিক সংঘাতের যোগ নেই।’’