পাওনা টাকা চেয়েছিলেন ঠিকাদারের কাছে। এটাই ছিল তাঁর ‘অপরাধ’। অভিযোগ, পাওনা টাকা নিয়ে গোলমালের জেরে বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের উপরে ব্লেড দিয়ে হামলা হয়েছে। কেটে নেওয়া হয়েছে ওই যুবকের দু’টি কানই! মুম্বইয়ে যে ঠিকাদারের অধীনে তিনি কাজ করেন, তাঁর দলবলই হামলা চালিয়েছে বলে রাহুল সিংহ নামে ওই পরিযায়ী শ্রমিকের অভিযোগ। আতঙ্কের স্মৃতি নিয়ে সোমবার নিজের বাড়ি, নলহাটিতে ফিরে এসেছেন বছর পঁচিশের রাহুল।
সাম্প্রতিক সময়ে ভিন্ রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার, নিগ্রহ ও হেনস্থার বহু ঘটনা সামনে এসেছে। তা নিয়ে রাজ্য রাজনীতি তপ্ত। সংসদেও বলা হয়েছে বিষয়টি। বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং বাংলা ভাষাকে অপমানের অভিযোগে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। এ বার সামনে এল পরিযায়ী শ্রমিকের কান কেটে নেওয়ার ঘটনা।
রাহুলের বাড়ি নলহাটির ৫ নম্বর ওয়ার্ডে। বাড়িতে মা, বাবা ও বোন আছেন। বাবা শারীরিক অক্ষমতার কারণে তেমন কাজ করতে পারেন না। মা পরিচারিকার কাজ করেন। আর্থিক অনটনে সংসারে কিছুটা সুরাহা করতে সাত-আট মাস আগে রাহুল মুম্বইয়ে যান রাজমিস্ত্রির কাজ করতে।
রাহুল বলেন, ‘‘অনেক দিন বাড়ি ফিরিনি। তাই বাড়ি আসার আগে মালিকের কাছ থেকে পাওনা টাকা চাইতে যাই। মালিক টাকা দেননি, উল্টে বাড়ি আসাও যাবে না বলে হুমকি দিয়েছিলেন।’’ রাহুলের দাবি, পাওনা টাকা না পেয়ে ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। রাহুলের অভিযোগ, ‘‘সে কথা জানতে পেরেই ঠিকাদারের লোকজন মারধর করার পাশাপাশি ব্লেড দিয়ে হামলা চালায়।’’ স্থানীয় একটি হাসপাতালে ওই যুবক চিকিৎসা করান। অস্ত্রোপচার করে রাহুলের দু’টি কানেরই বাইরের দিকের অংশ বাদ গিয়েছে।
রাহুলের পরিবার হামলাকারীদের কঠোর শাস্তির দাবি করেছেন। যুবকের মা দীপা সিংহ বলেন, ‘‘সংসারে অনটন। ছেলে পেটের দায়ে মুম্বইয়ে কাজ করতে গিয়েছিল। তার পরেই এমন নৃশংস ঘটনা। আমার ছেলের সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের চরম শাস্তি চাই।’’
ঘটনার নিন্দা করেছেন এলাকার বিধায়ক তথা নলহাটি পুরসভার প্রশাসক রাজেন্দ্রপ্রসাদ সিংহ। তিনি বলেন, ‘‘মালিক মজুরির টাকা দিতে পারবে না, সেটা জানিয়ে রাহুলকে অন্তত বাড়ি যাওয়ার টাকা দিয়ে পাঠিয়ে দিতে পারতেন। কিন্তু, এ ভাবে অত্যাচার করে তরতাজা ছেলের দু’টি কানের অংশ কেটে ফেলা হবে, এটা চরম অন্যায়!’’ তিনি জানান, এই ঘটনা রাজ্য নেতৃত্বের কাছে তুলে ধরবেন তাঁরা। তিনি এবং তৃণমূল আক্রান্ত ওই যুবকের পাশে আছে বলে জানান রাজেন্দ্রপ্রসাদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)