Advertisement
০৪ মে ২০২৪

রক্ত মিলবে রক্তে, শর্ত বাঁকুড়ায়

রক্তের বদলে রক্ত, তাও আবার ইঞ্চিতে ইঞ্চিতে মেপে! ভোট-বাজারে কোনও রাজনৈতিক দলের হুঁশিয়ারি নয়, রক্ত সঙ্কটে ভুগতে থাকা বাঁকুড়া মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কের এখন এটাই যেন স্লোগান হয়ে উঠেছে।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০২:২১
Share: Save:

রক্তের বদলে রক্ত, তাও আবার ইঞ্চিতে ইঞ্চিতে মেপে! ভোট-বাজারে কোনও রাজনৈতিক দলের হুঁশিয়ারি নয়, রক্ত সঙ্কটে ভুগতে থাকা বাঁকুড়া মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কের এখন এটাই যেন স্লোগান হয়ে উঠেছে।

কারণ রক্তের আকালে ভুগতে থাকা এই ব্ল্যাড ব্যাঙ্ক জানিয়ে দিচ্ছে, রক্ত পেতে গেলে ওই গ্রুপেরই একজন দাতার রক্ত তাদের দিতে হবে। তাই ‘ইঞ্চিতে ইঞ্চিতে’ নেওয়ার রসিকতা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

গরম পড়লেই রক্তের আকাল এখন যেন রুটিন হয়ে দাঁড়িয়েছেন। চলতি মাসের শুরু থেকেই গরমের দাপট বেড়েছে। ফলে রক্তদান শিবিরও কমে গিয়েছে। তার উপরে ভোটের মাঝে রাজনৈতিক দলের ব্যানারে রক্তদান শিবির করা যাবে না বলে নির্দেশ রয়েছে। তাই ব্যানার ছাড়া রক্তদানে কিছু দলের আগ্রহ কম। তবে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন মাঝে মধ্যে কিছু দাতাকে এনে রক্তদানের ব্যবস্থা করায় মাঝে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু গত কয়েক দিন ধরে আবার ব্লাড ব্যাঙ্কের রুগ্‌ন দশা সামনে চলে এসেছে।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে প্রতিদিন গড়ে কমবেশি ৭০ ইউনিট রক্ত চাহিদা রয়েছে। কিন্তু জোগান থাকছে কমবেশি প্রায় ৫০ ইউনিট। ফলে এই বৈষম্যই সমস্যা প্রকট করে তুলেছে। বাঁকুড়া মেডিক্যাল কলেজে সপ্তাহে তিনদিন থ্যালাসেমিয়ায় অসুস্থ রোগীদের রক্ত দেওয়া হয়। প্রায় ২৫০ জন থ্যালাসেমিয়া রোগী প্রতি সপ্তাহে রক্ত নেয় এই হাসপাতাল থেকে। এই পরিস্থিতে ব্লাড ব্যাঙ্ক চালাতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

বাঁকুড়া ব্লাড ব্যাঙ্কের আধিকারিকরা স্বীকার করছেন, রক্ত নিতে গেলে দাতা আনতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। রক্ত গ্রহণ করতে গেলে, একই গ্রুপেরই দাতা লাগবে তেমনটা নিয়মও নেই। কিন্তু পরিস্থিতির বিচারে এখন সেই শর্তই সামনে ঝুলিয়ে দিয়েছেন ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

বাঁকুড়া মেডিক্যালের সুপার পঞ্চানন কুণ্ডু বলেন, “রক্তদান শিবির অনেকদিন সে ভাবে হয়নি। ফলে খুবই সমস্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা রোগীর আত্মীয়দের দাতা নিয়ে আসা বাধ্যতামূলক করেছি।” তিনি জানান, ব্লাড ব্যাঙ্কের রক্ত সঙ্কট দেখে রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠনগুলি এগিয়ে এসে কিছু লোককে দিয়ে রক্তদান করিয়েছে। তাতে কিছুটা সমস্যা মিটেছিল। কিন্তু এখন আবার যে কে সেই হয়ে গিয়েছে।

শুক্রবার হাসপাতালে গিয়ে দেখা গেল ব্লাডব্যাঙ্কের সামনে বেশ কিছু রোগীর আত্মীয় রক্ত না পেয়ে শুকনো মুখে দাঁড়িয়ে রয়েছেন। গঙ্গাজলঘাটির দুর্লভপুরের বাসিন্দা প্রদীপ মাঝি বলেন, “একটি নার্সিংহোমে মায়ের অস্ত্রোপচার করা হয়েছে। রক্ত লাগবে বলে ব্লাডব্যাঙ্কে এসেছি। এখানে রক্ত নেই বলে জানিয়ে দেওয়া হচ্ছে। কী করব কিছুই বুঝতে পারেছি না।” পুরুলিয়ার গোপালপুর এলাকার বাসিন্দা কার্তিক টুডু বলেন, “মামা রক্তাল্পতায় আক্রান্ত। বাঁকুড়া মেডিক্যালেই ভর্তি রয়েছে। রক্ত চাই। কিন্তু ব্লাডব্যাঙ্ক বলছে, একই গ্রুপের রক্তের দাতা আনলে তবেই রক্ত মিলবে। এখন রক্তের দাতা কোথায় পাব?’’ প্রশ্ন তুলেছেন তিনি। ছাতনার বাসিন্দা সুভাষ দেওঘরিয়া জানান, তাঁর এক পড়শির ডায়ালিসিস হবে। তাই রক্ত চাই। কিন্তু দাতা না আনলে রক্ত মিলবে না। তাই তিনি রক্ত দিতে ব্লাডব্যাঙ্কে এসেছেন।” ব্লাড ব্যাঙ্কের এক আধিকারিকের অসহায় স্বীকারোক্তি, “আমাদের কিছুই করার নেই। রক্তের সঞ্চয় এতই কম, তাতে বড়সড় কোনও দুর্ঘটনায় বহু মানুষ জখম হলে তখন কী ভাবে সামাল দেওয়া যাবে বুঝে উঠতে পারছি না।”

বস্তুত, ভরা গ্রীষ্মে বাঁকুড়ার ব্লাডব্যাঙ্কে রক্তের সঙ্কট নতুন ঘটনা নয়। তবে এ বার ভোটের কারণে এই সমস্যা আরও মারাত্মক আকার নিয়েছে। নির্বাচনী বিধির কারণে বিভিন্ন রাজনৈতিক দলগুলি রক্তদানের কর্মসূচি নিচ্ছে না। বিভিন্ন ক্লাব ও নাগরিক সংগঠনগুলি যারা রক্তদান করে, তারাও নির্বাচনী বিধির কারণে শিবির করতে চাইছেন না। রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠনগুলির শিবিরেও সাড়া মিলছে কম। বাঁকুড়া ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা, বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন বিদরা জানাচ্ছেন, এই পরিস্থিতিতে তাঁরা শিবির না করে সরাসরি ব্লাডব্যাঙ্কে লোকজন নিয়ে গিয়ে রক্তদান করছেন। সংগঠনগুলির নিজস্ব ফেসবুক পেজেও রক্তদানে সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহেই জেলায় বেশ কয়েকটি রক্তদান শিবির রয়েছে। তাতে জোগান অনেকটাই বাড়বে। ততদিন পর্যন্ত ‘রক্তদিন, রক্ত নিন’ পন্থাতেই চলবে বাঁকুড়া মেডিক্যাল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donate blood condition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE