Advertisement
৩০ এপ্রিল ২০২৪

দিনভর অপেক্ষার পরে জল মিলল সামান্যই

সোমবার সকালেও কার্যত নির্জলা রইল ঝালদা। এ দিন বিকেলে জল খুব অল্প সময়ের জন্য, সাকুল্যে কুড়ি মিনিট। টানা কয়েক দিন জল না আসার ফলে ওইটুকু সময়ে কাড়াকাড়ি করেও বিশেষ সুবিধা করতে পারেননি অধিকাংশ বাসিন্দাই।

জলের খোঁজে।—নিজস্ব চিত্র

জলের খোঁজে।—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝালদা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০১:২৪
Share: Save:

সোমবার সকালেও কার্যত নির্জলা রইল ঝালদা। এ দিন বিকেলে জল খুব অল্প সময়ের জন্য, সাকুল্যে কুড়ি মিনিট। টানা কয়েক দিন জল না আসার ফলে ওইটুকু সময়ে কাড়াকাড়ি করেও বিশেষ সুবিধা করতে পারেননি অধিকাংশ বাসিন্দাই।

বিক্ষিপ্ত ভাবে সামান্য কিছুক্ষণের জন্য সরবরাহকে ধর্তব্যের মধ্যে না আনলে, টানা আট দিন ধরে জল নেই ঝালদায়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভোগান্তির মধ্যে থেকে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, সরবরাহের পাইপ লাইনে কী এমন সমস্যা হয়েছে, যে সারাই করতে এতটা সময় লাগছে? পুরসভা এ বারের সমস্যার কারণ হিসাবে পাইপলাইনের ভালভ খারাপ হয়ে যাওয়ার কথা বলেছে।

ঝালদার উপ-পুরপ্রধান কাঞ্চন পাঠক বলেন, ‘‘ভাল্‌ভ বদলেও সমস্যা মেটেনি। তাই এত দিন সরবরাহ স্বাভাবিক করা যায়নি।’’ তিনি জানান, নতুন ভাল্‌ভ নিয়ে এসে লাগানো হয়েছে। সোমবার বিকেলে অল্প সময়ের জন্য জল সরবরাহ করে সেটি পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার থেকে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে তাঁর আশ্বাস। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল) সনৎ অধিকারীও বলেন, ‘‘ঝালদায় জল সরবরাহের লাইনে একটা সমস্যা হয়েছিল। সেটা মেরামত হয়ে গিয়েছে। এ বারে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।’’

টানা জল বন্ধ থাকার জন্য পুরসভার পক্ষ থেকে একের পর এক বিপত্তির কথা জানানো হয়েছে। প্রথমে পাইপ লাইনের ভাল্‌ভ নষ্ট হয়ে যাওয়ায় জল তোলা গেলেও সরবরাহ করা যাচ্ছিল না। তারপরে ঝালদা ২ ব্লকের মুরগুমা পাম্পিং স্টেশনে ভোল্টেজের সমস্যা দেখা দেয়। যার ফলে গত দু’দিন জল তোলাও সম্ভব হয়নি। সোমবার সকালে ভোল্টেজের সমস্যা মিটে যেই না কিছুটা জল তোলা হয়েছে, আবার ভালভ খারাপ হয়ে যায়। পুরসভা সূত্রের খবর, পাম্পিং স্টেশন থেকে রিজার্ভারে পাঠানো জল ভালভ খারাপ হওয়ায় ধরে রাখা যাচ্ছে না। এ দিন সকালে এলাকায় গিয়ে দেখা গেল, পুরসভার উল্টো দিকের রিজার্ভার থেকে জল বেরিয়ে রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে।

সোমবার সকালে রাস্তা দিয়ে জল গড়ালেও কলে জল না পেয়ে ক্ষোভ দেখা দেয় এলাকার বাসিন্দাদের মধ্যে। ঝালদার প্রাক্তন পুরপ্রধান মধুসূদন কয়াল বলেন, ‘‘টানা এক সপ্তাহ পানীয় জল নেই। অথচ পুরসভার হেলদোল নেই।’’ মঙ্গলবার সকালেও সরবরাহ স্বাভাবিক না হলে পুরসভা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Drinking water
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE