Advertisement
৩০ এপ্রিল ২০২৪

জলকষ্ট

গরমে তীব্র জলকষ্ট দেখা দিয়েছে ময়ূরেশ্বর থানার বিরাজপুর গ্রামে। গ্রামবাসীর অভিযোগ, ওই গ্রামে ১১০টি পরিবারের বাস। কিন্তু তাঁদের ভরসা কেবলমাত্র একটি বাড়িতে নলকূপ। এ ছাড়া গ্রামে চারটি সরকারি রিগ বোরিং কল রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
ময়ূরেশ্বর শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০০:৫৯
Share: Save:

গরমে তীব্র জলকষ্ট দেখা দিয়েছে ময়ূরেশ্বর থানার বিরাজপুর গ্রামে। গ্রামবাসীর অভিযোগ, ওই গ্রামে ১১০টি পরিবারের বাস। কিন্তু তাঁদের ভরসা কেবলমাত্র একটি বাড়িতে নলকূপ। এ ছাড়া গ্রামে চারটি সরকারি রিগ বোরিং কল রয়েছে। কিন্তু তার মধ্যে তিনটি দীর্ঘদিন থেকে অকেজো হয়ে আছে। এ ছাড়া গ্রামের চারটি সরকারি ইঁদারা আছে। কিন্তু গরম পড়তেই ইঁদারার জলস্তর নেমে যায়। গ্রামবাসী জানান, একটি রিগ বোরিং নলকূপের জলে ফ্লোরাইডের নমুনা পাওয়ায় জল খাওয়া নিষেধ। এর ফলে এই তীব্র গরমে জল সঙ্কটে পড়েছেন বাসিন্দারা। ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যােয়র দাবি, ওই গ্রামে জলের গাড়ি যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mayureswar Drinking water Trinamool
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE