Advertisement
২৫ মে ২০২৪

বিষ্ণুপুরে বাড়ি ভাঙল হাতি

হাতির তাণ্ডবে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেওয়াল চাপা পড়ে জখম হয়েছে বছর দশেকের এক বালক। রবিবার রাতে বিষ্ণুপুর থানা এলাকার হিংজুড়ি গ্রামের ঘটনা। গ্রামবাসীর দাবি, একটি হাতিই হামলা চালিয়েছে। জখম বালক শুভজিৎ বাগদির বাবা স্বপন বাগদি জানান, রাতে ঘুমনোর সময় হঠাৎ মাটির দেওয়াল ধ্বসে পড়ে।

হিংজুড়ি গ্রামে হাতির হানায় ভাঙা দেওয়াল। —নিজস্ব চিত্র

হিংজুড়ি গ্রামে হাতির হানায় ভাঙা দেওয়াল। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুর শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০০:৪৮
Share: Save:

হাতির তাণ্ডবে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেওয়াল চাপা পড়ে জখম হয়েছে বছর দশেকের এক বালক। রবিবার রাতে বিষ্ণুপুর থানা এলাকার হিংজুড়ি গ্রামের ঘটনা। গ্রামবাসীর দাবি, একটি হাতিই হামলা চালিয়েছে। জখম বালক শুভজিৎ বাগদির বাবা স্বপন বাগদি জানান, রাতে ঘুমনোর সময় হঠাৎ মাটির দেওয়াল ধ্বসে পড়ে। দাঁতালটিকে দেখতে পেয়ে তাঁরা চিৎকার শুরু করেন। প্রতিবেশিরা জড়ো হওয়ার আগেই পাশের বাড়িতেও হামলা চালায় হাতিটি। স্বপনবাবু জানান, রাধানগর স্বাস্থ্যকেন্দ্রে শুভমের চিকিৎসা করানো হয়েছে। গ্রামের বাসিন্দা শঙ্কর লাড়ুর বাড়িও ভেঙেছে হাতিটি। শঙ্কর শারীরিক ভাবে প্রতিবন্ধী। এ ছাড়া বুদ্ধদেব বাগদি, শেখ সাহিদ এবং রঞ্জিত রায়ের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামবাসীরা জানান, হামলা চালানো হাতিটির লেজ কাটা ছিল। বনদফতর সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর থেকে দ্বারকেশ্বর নদ পেরিয়ে গ্রামে ঢুকেছিল হাতিটি। পরে সেটি বাঁকুড়া উত্তর বন বিভাগের রাধানগর জঙ্গলে চলে যায়। বাঁকুড়া উত্তর বনবিভাগের ডিএফও পিনাকী মিত্র জানান, ক্ষতিগ্রস্তদের সরকারি দেওয়া হবে। হাতিটির দিকেও নজর রাখছেন বনকর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bishnupur Elephant Attack House Smashed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE