Advertisement
০৬ মে ২০২৪

সম্প্রীতির ডাক দিল বাম মিছিল

কেবল মাত্র ভোটবাক্সে ফায়দা লুঠতে রাজ্যের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদের বীজ বুনছে বিজেপি। এমনই অভিযোগ তুলে এলাকাবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিতে রামপুরহাট শহর মিছিল ও পথসভা করল বামফ্রন্ট।

একজোট: সোমবার রামপুরহাটে। নিজস্ব চিত্র

একজোট: সোমবার রামপুরহাটে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০১:৩০
Share: Save:

কেবল মাত্র ভোটবাক্সে ফায়দা লুঠতে রাজ্যের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদের বীজ বুনছে বিজেপি। এমনই অভিযোগ তুলে এলাকাবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিতে রামপুরহাট শহর মিছিল ও পথসভা করল বামফ্রন্ট।

সোমবার রামপুরহাট পুরসভার সামনে মুক্তমঞ্চ থেকে ওই মিছিল শুরু হয়। শহর প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ে শেষ হয়। মিছিলে যোগ দেন প্রাক্তন সাংসদ তথা সিপিএণের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম এবং মতিউর রহমান, সঞ্জীব বর্মন-সহ অন্যান্য বাম নেতৃত্ব। মিছিলে রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিও উঠেছে। মিছিল শেষে পাঁচমাথায় পথসভা করেন বাম নেতৃত্ব। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যে পুরসভা থেকে নবান্ন পর্যন্ত দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ বামেদের। বাম নেতারা নারদ ও সারদা-কাণ্ডে জড়িচ শাসকদলের নেতা-মন্ত্রীদের গ্রেফতার করার দাবিও জানান।

পরে সঞ্জীববাবু বলেন, ‘‘বাংলার মানুষ শান্তিপ্রিয়। এখানে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে পাড়ার সব অনুষ্ঠানে থাকেন। কারা কোন কারণে হঠাৎ করে দুই সম্প্রদায়ের মধ্যে বিপন্নতা আর বিভেদের বীজ বুনে দিচ্ছেন, তা আমাদের তলিয়ে দেখা দরকার। তা হলেই ধর্মীয় বিভাজনের আসল কারণটা বেরিয়ে পড়বে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Left Front Harmony
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE