Advertisement
১৭ মে ২০২৪

মাঠ বাঁচাতে উদ্যোগ

ধারাবাহিক ভাবে স্কুলের খেলার মাঠ কেটে ঢুকিয়ে নেওয়া হচ্ছে লাগোয়া জমিতে। অথচ প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেও সেই মাঠ পুনরুদ্ধারের কোনও ব্যবস্থা হয়নি। ক্ষুব্ধ গ্রামবাসী তাই স্কুলের খেলার মাঠ বাঁচাতে নিজেরাই উদ্যোগী হলেন। ‘মাঠ বাচাও কমিটি’ গড়ে জমির গ্রাস থেকে মাঠ উদ্ধারে পথে নামলেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা
ময়ূরেশ্বর শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০১:৩৯
Share: Save:

ধারাবাহিক ভাবে স্কুলের খেলার মাঠ কেটে ঢুকিয়ে নেওয়া হচ্ছে লাগোয়া জমিতে। অথচ প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেও সেই মাঠ পুনরুদ্ধারের কোনও ব্যবস্থা হয়নি। ক্ষুব্ধ গ্রামবাসী তাই স্কুলের খেলার মাঠ বাঁচাতে নিজেরাই উদ্যোগী হলেন। ‘মাঠ বাচাও কমিটি’ গড়ে জমির গ্রাস থেকে মাঠ উদ্ধারে পথে নামলেন তাঁরা।

রবিবার ওই খেলার মাঠেই ডাকা হয় বৈঠক। স্থানীয় বাসিন্দারা জানান, একসময় ময়ূরেশ্বরের লোকপাড়া হাইস্কুলকে খেলার মাঠ করার জন্য কোটি টাকারও বেশি দামের জমিদান করেছিলেন স্থানীয় বজরহাট গ্রামের বাসিন্দা প্রয়াত মকদ্দম হোসেন। কিন্তু দেখভালের অভাবে সেই মাঠেরই একটা বড় অংশ স্থানীয় কিছু বাসিন্দা তাঁদের লাগোয়া জমিতে কেটে ঢুকিয়ে নিয়েছেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা সৌরভ ধীবর, চন্দন মণ্ডলরা বলেন, ‘‘ওই মাঠটি এলাকার একমাত্র খেলার মাঠ। ওই মাঠেই খেলাধুলো এবং শরীরচর্চা করে বহু ছেলে সামরিক বাহিনীতে চাকরি পেয়েছেন। অথচ দেখভালের অভাবে সেই মাঠের বেশ কিছু অংশ কেটে নিজেদের জমির মধ্যে ঢুকিয়ে নিয়েছেন কিছু চাষি।’’ লোকপাড়া হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত ভট্টাচার্য দাবি করেছেন, ‘‘সত্যিই মাঠের একটা বড় অংশ জমির মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। কিন্তু তা ঘটেছে আমরা দায়িত্ব নেওয়ার আগে। প্রশাসনের সহযোগিতায় আমরা তা পুনরুদ্ধারের প্রস্তাবও নিয়েছিলাম। এখন স্থানীয় বাসিন্দারা যে উদ্যোগ নিয়েছেন, তাতে ওই কাজ আরও ত্বরান্বিত হবে।’’

ময়ূরেশ্বর ২ বিডিও সৈয়দ মাসুদুর রহমান জানান, স্থানীয় বাসিন্দারা চাইলে মাঠ উদ্ধারে প্রয়োজনীয় সমস্ত রকম প্রশাসনিক সহায়তা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

land
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE