Advertisement
১৯ মে ২০২৪

রাজ্যের মন জয় নলহাটির স্বাস্থ্যকেন্দ্রের

স্বাস্থ্যকেন্দ্রের বর্হিবিভাগে এখন রোগীদের বসার আলাদা জায়গা, চিকিৎসকদের জন্য নতুন ঘর তৈরি হয়েছে। বিভিন্ন রোগের প্রতিষেধক দেওয়ার পরিকাঠামোও বদলেছে।

অপূর্ব চট্টোপাধ্যায়
নলহাটি শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ০২:২০
Share: Save:

বছর দেড়েকেই ভোলবদল সেই স্বাস্থ্যকেন্দ্রের।

নলহাটির নলাটেশ্বরী পাহাড় সংলগ্ন নলহাটি ১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের প্রবেশপথেই আগে জমে থাকত বেহাল নিকাশির জমা জল। চারপাশে ঝোপঝাড়। স্বাস্থ্যকেন্দ্রের সামনে উপচে পড়ত জঞ্জাল। বর্হিবিভাগের পুরনো ভবন নিয়ে ক্ষোভ ছিল রোগী ও তাঁদের পরিজনদের।

এখন ছবিটা অন্য। প্রতি দিন শ’পাঁচেক রোগীর ভিড় জমে বর্হিবিভাগে। ‘ইনডোরে’ সেই সংখ্যা ২০০-৩০০। জরুরি বিভাগে শয্যাসংখ্যা ১৫ থেকে বেড়ে হয়েছে ৪৫। তার মধ্যে ‘রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা’ ও ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ১৫টি শয্যা।

কেন্দ্র ও রাজ্যের দুই প্রকল্পেই রূপ বদলেছে ওই স্বাস্থ্যকেন্দ্রের। আর পরিষেবায় সবার নজর কেড়ে রাজ্য সরকারের ‘সুশ্রী’ ও কেন্দ্রীয় সরকারের ‘কায়াকল্প’-এ উল্লেখযোগ্য জায়গা পেতে চলেছে বীরভূমের নলহাটি ১ ব্লক স্বাস্থ্যকেন্দ্র।

স্বাস্থ্যকেন্দ্রের বর্হিবিভাগে এখন রোগীদের বসার আলাদা জায়গা, চিকিৎসকদের জন্য নতুন ঘর তৈরি হয়েছে। বিভিন্ন রোগের প্রতিষেধক দেওয়ার পরিকাঠামোও বদলেছে। জরুরি বিভাগে মহিলা ও পুরুষ রোগীর জন্য রয়েছে আলাদা ঘর। প্রসূতিদের জন্য রয়েছে শীতাতপনিয়ন্ত্রিত ‘লেবার রুম’। নলহাটি ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ অনঘ বন্দ্যোপাধ্যায় জানান, এই ভোলবদল সম্ভব হয়েছে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা ও স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্যই। ওই দুই প্রকল্পের ‘কার্ড হোল্ডার’ রোগীদের পরিষেবা দেওয়ার জন্য বিমা সংস্থার তরফে ৫৩ লক্ষ টাকা মিলবে। রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা ও স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে কী ভাবে সুবিধা পেল ওই স্বাস্থ্যকেন্দ্র? অনঘবাবু জানান, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্পের প্রত্যেক কার্ড হোল্ডারকে সরকারি তরফে বিনামূল্যে বিশেষ খাবার দেওয়া হয়। বিনা খরচে তাঁরা সমস্ত প্যাথোলজি পরীক্ষা, এক্স রে, ইউএসজি করাতে পারেন। সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় প্রত্যেককে ৩০০ টাকা করে দেওয়া হয়। এ ছাড়াও তাঁরা পান একটি ‘ওয়েলকাম কিট’। তাতে চিরুনি, সাবান, নেল কাটার, রুমাল ছাড়াও পুরুষদের একটি দাড়ি
কাটার ব্রাশ ও মহিলাদের ছোট কাঁচি দেওয়া হয়।

ওই স্বাস্থ্য আধিকারিক জানান, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ড হোল্ডারদের কেউ চিকিৎসার জন্য ভর্তি হলে প্রতি দিন স্বাস্থ্য দফতরের তরফে তাঁর ৭৫০ টাকা করে বরাদ্দ থাকে। যন্ত্রে কোনও রোগীর কার্ড ‘সোয়াইপ’ করলেই স্বাস্থ্য ভবনের কাছে তার হিসেব পৌঁছে যায়। পরে তা অনুযায়ী টাকা পায় স্বাস্থ্যকেন্দ্র। নিয়ম মেনে কোনও রোগীকে সমস্ত পরিষেবা দেওয়ার পর পরিকাঠামো উন্নয়নের জন্য কিছু টাকা হাতে থেকে যায় সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের। জানা গিয়েছে, কয়েক দিনের মধ্যে নলহাটি ১ ব্লক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে আসবেন স্বাস্থ্য ভবনের একটি প্রতিনিধিদল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nalhati Health Centre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE