Advertisement
১৯ মে ২০২৪

অভিযোগ না নিয়ে হেনস্থা, ছাত্র-বিক্ষোভ

এটিএম কার্ড হারিয়ে যাওয়ার অভিযোগ করতে থানায় গেলে হেনস্থা করা হয়েছে এক ছাত্রকে। এই অভিযোগে থানার বাইরে অবস্থান বিক্ষোভ করলেন আইটিআই কলেজের পড়ুয়ারা।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০০:৫১
Share: Save:

এটিএম কার্ড হারিয়ে যাওয়ার অভিযোগ করতে থানায় গেলে হেনস্থা করা হয়েছে এক ছাত্রকে। এই অভিযোগে থানার বাইরে অবস্থান বিক্ষোভ করলেন আইটিআই কলেজের পড়ুয়ারা।

মঙ্গলবার বিকালে সিউড়ি থানা এলাকায় ঘটনা। সিউড়ি আইটিআই কলেজের পড়ুয়াদের দাবি, দ্বিতীয় বর্ষের ইলেকট্রিক্যালের এক ছাত্র এ দিন ব্যাঙ্কে গিয়ে বুঝতে পারে মানিব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড খোয়া গিয়েছে। ব্যাঙ্ককে সে কথা জানাতে তারা পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেয়। এটাও জানায়, গত দু’দিনে তাঁর অ্যাকাউন্ট থেকে দু’দফায় ১৫ হাজার টাকা তোলা হয়েছে।

এরপরেই ছাত্রটি সিউড়ি থানায় এসেছিল। কিন্তু অভিযোগ না নিয়ে এক পুলিশকর্মী ওই ছাত্রের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। খবর পেয়ে কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এলে তার সঙ্গেও খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ। তারপরেই শুরু অবস্থান বিক্ষোভ। একে একে ছাত্ররা এসে জমতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বুঝতে পেরে সিউড়ি থানার আইসি বিষয়টি দেখেন। এবং তিনি অভিযোগ নেওয়ার পাশাপাশি ওই আধিকারিকের ভূমিকা খতিয়ে দেখার আশ্বাস দিলে অবস্থান ওঠে। তবে গোটা ঘটনায় ক্ষুব্ধ ছাত্রেরা।

মহম্মদ হোসেন খান নামে ওই ছাত্রনেতার এ দিন প্রশ্ন, ‘‘ছাত্রদের সঙ্গে যদি এমন ব্যবহার করা হয়, তা হলে সাধারণ মানুষ পুলিশের কাছে কী ব্যবহার পাবেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATM student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE