Advertisement
১৯ মে ২০২৪

বিজয় মিছিল ঘিরে রদিপুরে উত্তেজনা

এলাকার বিধায়কের দাবি, এখন বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই দাবি দলের ব্লক সভাপতিরও। তার পরেও তৃণমূলের বিজয় মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়াল রামপুরহাটের রদিপুর গ্রামে। শনিবার দুপুরের ঘটনা। এলাকার সিপিএম সমর্থকদের অভিযোগ, এ দিন দুপুরে তৃণমূল কর্মীরা বক্স বাজিয়ে বিজয় মিছিল বের করেন। বিজয় মিছিল গ্রামের মুসলিম পাড়া দিয়ে যাওয়ার সময়ে মদ্যপ অবস্থায় ঝামেলা শুরু করেন কিছু তৃণমূল কর্মী।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২২ মে ২০১৬ ০২:১১
Share: Save:

এলাকার বিধায়কের দাবি, এখন বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই দাবি দলের ব্লক সভাপতিরও। তার পরেও তৃণমূলের বিজয় মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়াল রামপুরহাটের রদিপুর গ্রামে।

শনিবার দুপুরের ঘটনা। এলাকার সিপিএম সমর্থকদের অভিযোগ, এ দিন দুপুরে তৃণমূল কর্মীরা বক্স বাজিয়ে বিজয় মিছিল বের করেন। বিজয় মিছিল গ্রামের মুসলিম পাড়া দিয়ে যাওয়ার সময়ে মদ্যপ অবস্থায় ঝামেলা শুরু করেন কিছু তৃণমূল কর্মী। পাড়ার মহিলারা প্রতিরোধ করলে তৃণমূল কর্মীরা কয়েকটি বাড়িতে ঢিল ছোড়ে বলে অভিযোগ। কয়েক জন সিপিএম কর্মীর বাড়ির দরজায় লাথিও মারা হয়। খবর পেয়ে গ্রামে পুলিশ পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মন বলেন, ‘‘মৌখিক ভাবে ঘটনার কথা পুলিশকে জানানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করা হবে।’’ এ দিকে, রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘এখন বিজয় মিছিল করতে মানা আছে। ঘটনার কথা জানি না। ঠিক কী ঘটেছে, খোঁজ নিয়ে দেখব।’’ তৃণমূলের রামপুরহাট ১ ব্লক সভাপতি আনারুল হোসেনের আবার দাবি, বিজয় মিছিল করতে নিষেধ আছে থাকলেও কেউ কেউ করছেন।

তবে এ দিন রদিপুরের গ্রামে তেমন বড় কিছু ঘটেনি বলেই আনারুল হোসেনের দাবি। রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিক (রামপুরহাট) কমল বৈরাগ্য বলেন, ‘‘বিজয় মিছিল ঘিরে গণ্ডগোলের খবর পেয়ে এলাকায় পুলিশ গিয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত কী ঘটেছে, বলা যাচ্ছে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rally TMC MLA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE