রক্ত মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই পরবর্তী প্রজন্মের মধ্যে রক্তদানের নেশা ধরাতে সন্তানদের নিয়ে রক্ত দিলেন বাবা-মায়েরা। রবিবার ‘বিশ্ব রক্তদাতা দিবস’ এ ভাবেই পালন করলেন বড়জোড়ার কিছু বাসিন্দা। এ দিন বাঁকুড়া জেলার নানা এলাকায় কিছু সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগেও রক্তদান শিবির হল।
বড়জোড়ার একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের উদ্যোগে একটি রক্তদান শিবির হয় চণ্ডীচরণ শিশু শিক্ষা নিকেতনে। এ দিন সকালে সংগঠনের তরফে রক্তদানে সচেতনতার পদযাত্রার আয়োজন করা হয় বড়জোড়ায়। এই শিবিরে অনেকেই নিজের সন্তানদের নিয়ে এক সঙ্গে রক্তদান করেন।
বড়জোড়ার গৃহবধূ অপর্ণা কর্মকার তাঁর ছেলে তপেন্দু ও তীর্ণাকে নিয়ে এক সঙ্গে রক্তদান করেন। স্থানীয় বাসিন্দা জয়দেব আখুলি ও তাঁর মেয়ে দেবলীনা রক্তদান করেন। অভিভাবকদের বক্তব্য, ‘‘আমরা সন্তানদের নিয়ে রক্তদান করায় তারাও এই কাজে উৎসাহ পাবে।’’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে কাঞ্চন বিদ জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে পদযাত্রা ও শিবির হয়। রক্তদান করেন দশ জন মহিলা-সহ ৪২ জন। বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক সেখানে রক্ত সংগ্রহ করে।