Advertisement
১৬ মে ২০২৪

দৃষ্টিহীন পড়ুয়াদের পাশে পুলিশ

বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে ‘সিউড়ির অরবিন্দ ইনস্টিটিউটের ফর সাইটলেস’ এর পড়ুয়াদের হাতে বিশেষ স্টাডি মেটিরিয়াল তুলে দেওয়া হল। সোমবার জেলা পুলিশের সুপার নীলকান্ত সুধীর কুমার ওই অনুষ্ঠানের সূচনা করেন।

পুরস্কার: মঞ্চে তখন পুলিশ সুপার। সোমবার। নিজস্ব চিত্র

পুরস্কার: মঞ্চে তখন পুলিশ সুপার। সোমবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ০১:৫৯
Share: Save:

বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে ‘সিউড়ির অরবিন্দ ইনস্টিটিউটের ফর সাইটলেস’ এর পড়ুয়াদের হাতে বিশেষ স্টাডি মেটিরিয়াল তুলে দেওয়া হল। সোমবার জেলা পুলিশের সুপার নীলকান্ত সুধীর কুমার ওই অনুষ্ঠানের সূচনা করেন। তিনি পড়ুয়াদের হাতে তুলে দেন ব্লু-টুথ স্পিকার, রেকর্ডার, স্টাইলাস ও আইপি স্লেট-এর সেট। ব্লু-টুথ স্পিকারে দূরের শব্দ শুনতে, রেকর্ডারে পাঠ্যবিষয় রেকর্ড করে রাখতে পারবে দৃষ্টিহীন পড়ুয়ারা। লিখতে, পড়তে কাজে লাগবে স্টাইলাস, আইপি শ্লেট।

প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ বলেন, “দৃষ্টিহীন পড়ুয়াদের কাছে পড়াশোনাটা অনুভূতি নির্ভর। অনেক দুঃস্থ পড়ুয়া এই সব দামি জিনিস কিনতে পারে না। এ ক্ষেত্রে পুলিশের সহযোগিতা ছাত্রদের খুব কাজে লাগবে।’’

এ দিনের অনুষ্ঠানে ছিলেন মুখ্য জনশিক্ষা প্রসার আধিকারিক মহম্মদ হাসিমুদ্দিন, অতিরিক্ত পুলিস সুপার জোবি থমাস, ডিসপি ডিএনটি আনন্দ সরকার। পুলিশ সুপার বলেন, ‘‘উপযুক্ত সাহায্য পেলে এই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরাও অন্যদের মতো প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম। সেটা মনে রেখেই এই পাশে থাকা।’’

এ দিকে, পড়াশোনার সহযোগী জিনিস পেয়ে বেজায় খুশি অষ্টম শ্রেণির সৌরভ পাত্র, নবম শ্রেণির সন্তোষী দাসেরা। এত দিনেও রেকর্ডার কিনে উঠতে পারেনি তারা। সুনির্মল বসুর ‘সবার আমি ছাত্র’ কবিতা আবৃতি করে শোনায় তৃতীয় শ্রেণির বাবলু রোয়ানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Blind Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE