Advertisement
১৬ মে ২০২৪

নিকাশি নালা সংস্কারের দাবি

দু’দিনের বৃষ্টিতে বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে। বিপর্যস্ত নিকাশি নালাগুলি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, শহরের জল নিকাশির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই।

জলমগ্ন বোলপুর। নিজস্ব চিত্র।

জলমগ্ন বোলপুর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:১২
Share: Save:

দু’দিনের বৃষ্টিতে বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে। বিপর্যস্ত নিকাশি নালাগুলি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, শহরের জল নিকাশির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই। নিকাশি নালা সংস্কারে নজর না দেওয়ায় কোথাও নালা বেমালুম বুজে গিয়েছে, আবার কোথাও প্রয়োজনের তুলনায় উঁচু-নিচু মাপ সঠিক না হওয়ায় জল গড়িয়ে যায় না। ফলে নালার নোংরা জল রাস্তায় উঠছে। আবার বৃষ্টির জল গড়িয়ে না যাওয়ার কারণে কোনও কোনও জায়গায় তা ওয়ার্ডে ঢুকছে। শহরের ভুবনডাঙা, বোলপুর কলেজ এবং লাগোয়া গার্লস হাইস্কুলের রাস্তা, শ্রীনিকেতন রাস্তা এবং মহকুমাশাসকের দফতরের আগের মোড় থেকে বাঁধগোড়া যাওয়ায় রাস্তায় কার্যত জল জমেছে। দ্রুত ব্যবস্থার দাবি তুলেছেন বাসিন্দারা।

শিক্ষক সংবর্ধনা। শিক্ষক দিবস উপলক্ষে সাঁইথিয়ার সূর্য সেন পল্লি প্রাইমারি স্কুলে শহর ও এলাকার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মহাবিদ্যালয়ের ৩৫৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা দিল সাঁইথিয়া আনন্দদুলাল রায় মেমোরিয়াল ট্রাস্ট। আনন্দদুলালবাবুর ছেলে ট্রাস্টের সম্পাদক তথা স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তনু রায় জানান, শিক্ষক-বাবার স্মৃতিতেই এই অনুষ্ঠান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

drainage system
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE