Advertisement
০২ মে ২০২৪
মাকে কুপিয়ে ধৃত ছেলে

আনাজ কেনার টাকা চেয়ে খুন

বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে মুসুরিদেবী ছোট ছেলেকে দেখতে পেয়ে চাল এবং আনাজ কেনার জন্য কিছু টাকা চান। সৃষ্টিধর তাঁকে জানায়, এক সপ্তাহ কাজ না করায় তাঁর হাত ফাঁকা, টাকা নেই। কিন্তু মুসুরিদেবী ছেলের কাছে টাকার জন্য জোরাজুরি করতে থাকেন। তা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মানবাজার শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০১:৫৩
Share: Save:

মা ছেলের কাছে টাকা চেয়েছিল। তাই নিয়ে অশান্তির মধ্যে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। তারপরে সেই ধারালো অস্ত্র উঁচিয়ে পাড়ায় দাপিয়ে বেড়াল সেই ছেলে।

বৃহস্পতিবার কেন্দা থানার কাঁটাশিয়াড়ি গ্রামের ঘটনা। নিহতের নাম মুসুরি মাহাতো (৬৫)। নিহতের বড় ছেলে চক্রধর মাহাতোর অভিযোগে ছোট ছেলে সৃষ্টিধর মাহাতোকে খুনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় সে খুনের কথা কবুল করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুসুরিদেবীর তিন ছেলে। সবাই একই চত্বরে কিন্তু আলাদা ভাবে থাকেন। সৃষ্টিধর পেশায় রাজমিস্ত্রি। তবে অলস প্রকৃতির হওয়ায় গ্রামের বাইরে কাজে যেতে চাইত না। তাই সব দিন কাজ জুটত না। গ্রামের অদূরে কংসাবতী নদীর ধারে শিবমন্দিরে সে বেশির ভাগ সময় পড়ে থাকত। গত এক সপ্তাহ ধরে সে মন্দিরেই পড়ে ছিল। বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরে। রোজগার না করে মন্দিরে পড়ে থাকার জন্য সৃষ্টিধরের স্ত্রী গঞ্জনা শুরু করেন। তা নিয়ে দু’জনের ঝগড়া বাধে। রাগ করে রাতে সৃষ্টিধর না খেয়ে শুয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে মুসুরিদেবী ছোট ছেলেকে দেখতে পেয়ে চাল এবং আনাজ কেনার জন্য কিছু টাকা চান। সৃষ্টিধর তাঁকে জানায়, এক সপ্তাহ কাজ না করায় তাঁর হাত ফাঁকা, টাকা নেই। কিন্তু মুসুরিদেবী ছেলের কাছে টাকার জন্য জোরাজুরি করতে থাকেন। তা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ, সেই সময়েই হঠাৎ সৃষ্টিধর বাড়ির মধ্যে ঢুকে কাঠ কাটার জন্য রাখা ফারসা (ছোট টাঙ্গি) নিয়ে দৌড়ে এসে মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মাটিতে লুটিয়ে পড়লেও সৃষ্টিধর উন্মত্তের মতো মায়ের উপরে কোপ মারতেই থাকে।

পড়শিরা জানান, খুনের পরেই ওই ফারসা হাতে নিয়ে লাফালাফি করতে থাকে সৃষ্টিধর। চিৎকার করে বলতে থাকে— যে ধরতে আসবে তাকেও সে নিজের মায়ের মতো কুপিয়ে ফেলবে। তা দেখে কেউ আর সেখানে ঘেঁষতে পারেননি। খবর দেওয়া হয় পুলিশকে। দূর থেকে পুলিশের গাড়ি দেখে সৃষ্টিধর ঠান্ডা মেরে যায়। দৌড়ে ঢুকে যায় ঘরের ভিতরে। স্বামীর ওই কাণ্ড দেখে ততক্ষণে তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে পালান। পুলিশ ঘরের ভিতর থেকে তাকে টেনে বের করে এনে ধরে নিয়ে যায়।

পরে পুলিশ দাবি করেছে, সৃষ্টিধরকে জেরা করে তারা জানতে পেরেছে, মুসুরিদেবী প্রায়ই তাঁর ছোট ছেলের কাছে চাল এবং অন্যান্য সামগ্রী কেনার জন্য টাকা চাইতেন। সৃষ্টিধর পুলিশকে জানিয়েছে, রাজমিস্ত্রির কাজ করে সে দিনে ২৫০ টাকা মজুরি পায়। তার উপরে কাজও অনিয়মিত। তাই স্ত্রী, মেয়ে নিয়ে সংসার চালাতেই সে হিমশিম খায়। কয়েকদিন কাজ না পেয়ে হাতে টাকা ছিল না। তবু তাঁর মা বার বার টাকার জন্য দোষারোপ করতে থাকায় মাথা ঠিক রাখতে না পেরে কোপ মারে। কিন্তু মুসুরিদেবী যে মারা যাবে, সে বুঝতে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mother Son Killed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE