Advertisement
০৮ মে ২০২৪

জালে পাখি পাচার চক্রের ৩

পুলিশ ও বন দফতরের যৌথ অভিযান চলছিলই। জনসচেতনতা বৃদ্ধি করতে এলাকায় চলছিল প্রচারও। এ বার পাখি শিকার রুখতে এগিয়ে এলেন স্থানীয়রাই।

বন্দি: বাগেরি। ফাইল চিত্র

বন্দি: বাগেরি। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০১:৫১
Share: Save:

পুলিশ ও বন দফতরের যৌথ অভিযান চলছিলই। জনসচেতনতা বৃদ্ধি করতে এলাকায় চলছিল প্রচারও। এ বার পাখি শিকার রুখতে এগিয়ে এলেন স্থানীয়রাই।

পরিযায়ী পাখি বাগেরি যে এলাকায় আসে, সেই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে, তিন জনকে আটকে রেখে পুলিশে খবর দিলেন স্থানীয়রা। পুলিশ তাঁদের উদ্ধার করে, জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনাটি ময়ূরেশ্বর থানার তেতুলগ্রামে ঘটেছে বৃহস্পতিবার বিকালে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সরু জাল এবং অন্যান্য সরঞ্জাম-সহ তিন ব্যক্তি পরিযায়ী পাখি আসা এলাকায় ঘোরাফেরা করছিল। অভিযোগ, কী কারণে এলাকায় ঘোরাফেরা করছেন জানতে চাওয়ায় তাঁদের মারধর করার ভয় দেখান ওই তিন জন। তখন তাঁদের আটকে বন দফতর এবং থানায় খবর দেন বাসিন্দারা।

জেলার অনরারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ঊর্মিলা গঙ্গোপাধ্যায় জানান, পাখি ধরার জাল-সহ অন্যান্য জিনিষ ওই তিন জনের কাছে মিলেছে। স্থানীয়রা নিঃসন্দেহ হয়ে ময়ূরেশ্বর থানায় খবর দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, পুলিশ এবং বন দফতরে খবর দিলে, তাঁদের মারধর করার ভয় দেখিয়েছে ওই তিন জন। গোটা বিষয়টি পুলিশ এবং বন দফতরকে জানানো হয়েছে। জানা গিয়েছে, বন্যপ্রাণী এবং পরিযায়ী পাখি শিকার রুখতে বন দফতরের পাশাপাশি পুলিশেরও যৌথ অভিযান চলছে। বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন পশুপাখিপ্রেমীরা। বাউল গানের মাধ্যমে এলাকায় এলাকায় চলছে জনসচেতনতা কর্মসূচি। আর তাই, শিকারি ধরিয়ে দেওয়ার জন্য স্থানীয়রা এগিয়ে এসেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bird Trafficking Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE