Advertisement
১৮ মে ২০২৪

মাথায় হেলমেট, প্রতিবাদ

ছিল কেন্দ্রের বিজেপি সরকারের নোট বাতিলের প্রতিবাদ কর্মসূচি। সেখানেই মাথায় হেলমেট পরে এসে রাজ্যের শাসকদল তৃণমূলের রাজ্যকে বিরোধী-শূন্য করার ‘কর্মসূচি’র বিরুদ্ধেও অভিনব প্রতিবাদ জানালেন হাঁসন কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ।

ভাষণ দিচ্ছেন হাঁসনের কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ। —নিজস্ব চিত্র।

ভাষণ দিচ্ছেন হাঁসনের কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ০২:১৬
Share: Save:

ছিল কেন্দ্রের বিজেপি সরকারের নোট বাতিলের প্রতিবাদ কর্মসূচি। সেখানেই মাথায় হেলমেট পরে এসে রাজ্যের শাসকদল তৃণমূলের রাজ্যকে বিরোধী-শূন্য করার ‘কর্মসূচি’র বিরুদ্ধেও অভিনব প্রতিবাদ জানালেন হাঁসন কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ।

নোট বাতিলকে ঘিরে টাকার জোগানের অভাব, আমজনতার হয়রানির প্রতিবাদে শুক্রবার জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল জেলা কংগ্রেস নেতৃত্বের। ওই উপলক্ষে জেলা প্রশাসনিক ভবনের সামনে জনা পঞ্চাশেক কংগ্রেস নেতা-কর্মী অবস্থান বিক্ষোভও করেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। মাথায় হেলমেট পরে ওই কর্মসূচিতে যোগ দিয়ে নিজের বক্তৃতায় কংগ্রেসের তরুণ বিধায়ক মিল্টন বলেন, ‘‘এই রাজ্যে বিরোধী রাজনীতি করতে গেলে মাথা বাঁচিয়ে চলতে হবে। কখন হামলা হয়ে যায়, তার ঠিক নেই। তাই হেলমেট পড়েছি।’’ এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক সাধের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ স্লোগানকে কিঞ্চিত ধার করে তৃণমূলকে উদ্দেশ্য করে মিল্টনের কটাক্ষ, ‘‘সেভ লাইফ, সেভ পলিটিক্স।’’

এ দিন অবশ্য কেন্দ্রীয় সরকারের নোট বাতিলকে ঘিরে খামখেয়ালিপনা এবং বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে কংগ্রস দেশজুড়ে ওই ওই কর্মসূচি নিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Unique Protest Protest With Helmet Congress MLA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE